টেমপ্লেট আলোচনা:ভূতাত্ত্বিক সময়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিলিয়ন/বিলিয়ন ও লক্ষ/কোটি[সম্পাদনা]

এই পাতায় উল্লিখিত নামগুলোর সঠিক উচ্চারণ সম্বন্ধে কোনো কোনো ক্ষেত্রে ইংরাজি থেকে সুনির্দিষ্ট নির্দেশ পাইনি। কারো যদি এই প্রসঙ্গে যথাযথ জ্ঞান থাকে তো অনুগ্রহ করে ভুল সংশোধন করে দেবেন। আর ইংরাজিতে সময়সীমাটা মিলিয়ন/বিলিয়ন বছর হিসেবে দেওয়া আছে, কিন্তু বাংলায় লক্ষ/কোটির ব্যবহার অনেক বেশি ব্যাপক বলে লক্ষ/কোটি দিয়েই করা হচ্ছে, খেয়াল রাখবেন। ধন্যবাদ!---ব্যা করণ (আলাপ) ০৪:০৭, ১ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সর্বান), শুধু একটা বিষয় খেয়াল রাখা দরকার, ১ মিলিয়ন= দশ লক্ষ এবং ১ বিলিয়ন= ১০০ কোটি। সেই অনুযায়ী সমস্ত সময় পাল্টে দিতে হবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:১৭, ১ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]