টেমপ্লেট আলোচনা:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুখ্যমন্ত্রীদের তালিকায় রাষ্ট্রপতি শাসনের খতিয়ান দেওয়ার প্রয়োজন কি? অর্ণব দত্ত ২১:০৬, ৩০ জুলাই ২০০৯ (UTC)

সালের ক্রমান্ময়টা বোঝানোর জন্য দিয়েছি। তবে ব্যপারটা দৃষ্টিকটু লাগলে বা যুক্তিসঙ্গত না হলে সরিয়ে ফেলবো।--জয়ন্ত (আলাপ | অবদান) ২১:১৪, ৩০ জুলাই ২০০৯ (UTC)

আমার মনে হয় ওটা না দেওয়াই ভাল। রাষ্ট্রপতি শাসনের খতিয়ানটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাতায় দেওয়া আছে। রাষ্ট্রপতি শাসন কালে কোনো মুখ্যমন্ত্রী থাকেন না। তাই মুখ্যমন্ত্রী টেমপ্লেটে এটার উল্লেখ করার প্রয়োজন নেই। অর্ণব দত্ত ২১:২৫, ৩০ জুলাই ২০০৯ (UTC)

আচ্ছা থাক, খতিয়ানটি দেওয়াই থাক। তবে হাইলাইট করবেন না। অর্ণব দত্ত ২১:৩১, ৩০ জুলাই ২০০৯ (UTC)