টেমপ্লেট আলোচনা:তথ্যছক বিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রাক্তন নাম[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাইয়া, এই তথ্যছকে তথ্যছক বিশ্ববিদ্যালয়ের মতো other name(s) এবং former name(s) যোগ করে দিন। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৭:৫২, ২২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৯, ২২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মানচিত্র[সম্পাদনা]

@Syfur007: আপনি অবস্থান মানচিত্র যোগের চেষ্টা করেছেন দেখেছি। অবস্থান মানচিত্র ইচ্ছাকৃতভাবেই বাদ দেয়া হয়েছে ও তার বদলে ওপেনস্ট্রীটম্যাপ যোগ করা হয়েছে। ওপেনস্ট্রীটম্যাপ দ্বারা জুম করে বিদ্যালয়ের ভবন যেমন দেখা সম্ভব, তেমনি করে জুম আউট করে জেলা, উপজেলা, বিভাগ ইত্যাদি পর্যায় থেকে বিদ্যালয়ের অবস্থান, সড়ক দেখা সম্ভব। এছাড়া ওপেনস্ট্রীটম্যাপে কোন উন্নয়ন সাধিত হলেই তা স্বয়ংক্রিয় উইকিপিডিয়ায় চলে আসে। এই কারণে আমরা আস্তে আস্তে সকল ক্ষেত্রে অবস্থান মানচিত্র বাদ দিয়ে ওপেনস্ট্রীটম্যাপের মানচিত্র ব্যবহার করছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: জ্বি আমি বুঝতে পেরেছি। তবে আমি চাচ্ছিলাম ওপেনস্ট্রিটম্যাপের পাশাপাশি অবস্থান মানচিত্র ব্যবহার করতে। তাহলে নিবন্ধের সাথে সংশ্লিষ্ট অবস্থান মানচিত্র থাকলে ওপেনস্ট্রিটম্যাপের সাথে তাও প্রদর্শিত হবে। আমার মনে হয়েছিল এটি নিবন্ধের শ্রীবৃদ্ধি করবে। কিন্তু আমি স্বয়ংক্রিয় উন্নয়নের ব্যাপারটা তখন ভেবে দেখিনি। Syfur007 (আলাপ) ০১:০৫, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]