জোয়ানট মার্টোরেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোয়ানট মার্টোরেল
জোয়ানট মার্টোরেল লিখিত দিয়েগো দ্য গুমিয়েল কর্তৃক ভ্যালাডোলিড হতে প্রকাশিত ক্যাস্টিলিয়ান স্প্যানিশ ভাষায় অনুদিত টিরান্ট লো ব্লাঙ্ক-এর প্রচ্ছদ
জন্ম১৪১৩
মৃত্যু১৪৬৮ (বয়স ৫৫)
পেশাসৈনিক, লেখক

জোয়ানট মার্টোরেল (ভ্যালেন্সিয়া উচ্চারণ: [dʒuaˈnɔd maɾtoˈɾeʎ]) (গান্ডিয়া, ভ্যালেন্সিয়ার দক্ষিণে, ১৪১৩ – ১৪৬৮) ভ্যালেন্সিয়ার একজন সৈনিক ছিলেন। তিনিই টিরান্ট লো ব্লাঞ্চ বইটির লেখক যা ভ্যালেন্সিয়ান-এ লেখা (মার্টোরেল একে "দ্য ভ্যালেন্সিয়ান পপুলার" "ভালগার লিয়েঙ্গা ভ্যালেন্সিয়ানা" বলতেন) হয়েছিল। ১৪৯০ সালে ভ্যালেন্সিয়ায় প্রকাশিত এই বইটিকে অনেকে ইউরোপের প্রথম আধুনিক উপন্যাস বলেন।

এতে বাইজেনটাইন সাম্রাজ্যকালীন সময়ে এক সৈনিকের রোমাঞ্চকর অভিযানের কাহিনী। এখানে কাতালান সঙ্গীর সত্যিকার জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যাবে। ডন কুইজের বই পোড়ানোর অংশ সম্পর্কে মিগুয়েল দ্য কারভান্তেস একে শ্রেষ্ঠ সৌজন্যমূলক উপন্যাস (চিভালরি উপন্যাস) বলেন। মার্টোরেল একজন সাহসী ব্যক্তি ছিলেন এবং আদালতের চক্রান্তের কারণে তাকে আগে-ভাগেই মৃত্যুবরণ করতে হয়। এর ফলে তার বন্ধু মার্টি জোয়ার দ্য গালবাকেই উপন্যাসটি শেষ করতে হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]