জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়।[১][২] বিদ্যালয়টি মেহেরপুর জেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে একটি।[৩]

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র
কুষ্টিয়া -মেহেরপুর মহাসড়ক

জোড়পুকুরিয়া, গাংনী উপজেলা

স্থানাঙ্ক২৩°৫১′৪১″ উত্তর ৮৮°৪৬′৩৭″ পূর্ব / ২৩.৮৬১৪৩৫৩° উত্তর ৮৮.৭৭৭০৪০৪° পূর্ব / 23.8614353; 88.7770404
তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৬৭; ৫৭ বছর আগে (1967)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর[৪]
বিদ্যালয় জেলামেহেরপুর জেলা
ইআইআইএন১১৮২১৩[৪]
শিক্ষকমণ্ডলী২১ জন
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা৮০০ (প্রায়)
শ্রেণী৬ষ্ঠ-১০ম
ভাষাবাংলা
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৯.৯২ একর (৪০,১০০ মি)
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
ক্রীড়া

ইতিহাস[সম্পাদনা]

এই বিদ্যালয়টির মোট জমির পরিমাণ ৯.৯২ একর। এসব জমি জোড়পুকুরিয়া গ্রামের সুহৃদয় ব্যক্তিগণ দান করেছেন। ১৯৬৭ সালে জনৈক হাজী হারুন-অর-রশীদ ইত্যাদি স্থানীয় ব্যক্তিরা জমি ও অর্থ দানের মাধ্যমে বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন। প্রতিষ্ঠা লগ্নে প্রথমে ষষ্ঠ শ্রেণী চালু করা হয়। তার প্রতি বছর একটি করে শ্রেণী বৃদ্ধি পেয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত স্বীকৃতি পায় ১৯৬৮ সালে এবং মাধ্যমিক স্বীকৃতি পায় ১৯৭২ সালে । ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাঠদানে ব্যাপক বিঘ্ন ঘটে। তবুও যুদ্ধের পরবর্তী সময়ে আবারও বিদ্যালয়টি পাঠদান শুরু করে। তখন বিদ্যালয়ে টিনশ্যাডের ঘরে চাটায়ের বেড়াদিয়ে পাঠদান করা হত। বিদ্যালয়টি বর্তমানেকার্যনির্বাহী কমিটির দ্বারা পরিচালিত হয়ে থাকে।

অবস্থান[সম্পাদনা]

মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত।

উল্লেখযোগ্য শিক্ষক ও শিক্ষার্থী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ব্যানার সমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মেহেরপুর জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  2. "মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-মেহেরপুর জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  3. "মেহেরপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সন্ধানী স্কুল এন্ড কলেজ জেলায় সেরা"Meherpur Pratidin (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  4. "Jorepukuria Secondary School"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  5. "ফুটবলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল ফাইনালে - Meherpur Pratidin"www.meherpurpratidin.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  6. meherpurnewsdotcom (২০১৪-১১-২৯)। "জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস ও বাস্কেটবল কোর্ট উদ্বোধন"Meherpur News। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩