জেন্টলম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জেন্টেলম্যান থেকে পুনর্নির্দেশিত)
"জেন্টলম্যান"
সাই এর একক
মুক্তি১২ এপ্রিল ২০১৩ (2013-04-12)
ফরম্যাটডিজিটাল ডাউনলোড
রেকর্ড২০১৩
ধরনকে-পপ,[১][২] সিন্থপপ
সময়:১৪
লেবেলওয়াইজি এন্টারটেইনমেন্ট, স্কুল বয় রেকর্ডস, রিপাবলিক রেকর্ডস
গীতিকারসাই, ইউ গুন-হিউং
প্রযোজকইউ গুন-হিউং
সাই একক কালানুক্রম
"গ্যাংনাম স্টাইল"
(২০১২)
"জেন্টলম্যান"
(২০১৩)
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "Gentleman"

জেন্টলম্যান দক্ষিণ কোরীয় র‌্যাপ শিল্পী সাইয়ের[৩] গান যার লাইনগুলো এমন, আই অ্যাম আ পার্টি মাফিয়া/ আই অ্যাম আ মাদার ফাদার জেন্টলম্যান। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ‘জেন্টলম্যান’ নিয়ে প্রথম পারফরম্যান্স করেন এ গায়ক। এ গানের সঙ্গে আগের মতোই অদ্ভুত ভঙ্গিতে নাচতে দেখা যায় সাইকে।[৪]

রেকর্ড[সম্পাদনা]

‘জেন্টেলম্যান’ ইউটিউবে পোস্ট করার প্রথম দিনেই গানটির ভিডিও দেখেছে প্রায় দুই কোটি মানুষ। এর মাধ্যমে ইউটিউবে এক দিনে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে রেকর্ড গড়েছে ‘জেন্টেলম্যান’। এ ছাড়া গত সপ্তাহে বিলবোর্ডের সেরা ১০০ গানের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে সাইয়ের জেন্টেলম্যান।[৩]

জেন্টেলম্যান[সম্পাদনা]

জেন্টেলম্যান গানের ভিডিওতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে বিপণিবিতান, সুইমিং পুল ও গ্রন্থাগারে নাচতে দেখা গেছে সাইকে। এই গানটিতে কোরিয়ার ঐতিহ্যবাহী নাচকে প্রাধান্য দেয়া হয়েছে। কোরিয়ার সবার কাছে নাচটি সুপরিচিত হলেও বিশ্বের অন্যান্য দেশের মানুষ এ নাচ আগে তেমনটা দেখেনি। ‘জেন্টেলম্যান স্টাইল’ ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে।[৫]

নিষিদ্ধ[সম্পাদনা]

গানটির ভিডিওতে সাইয়ের বিতর্কিত কিছু কর্মকাণ্ড চিত্রিত হওয়ায় দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হলেও দিন দিন বেড়েই চলেছে এর দর্শকসংখ্যা।[৩] দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় প্রতিষ্ঠান “দ্য কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম” তাদের এ গানের মিউজিক ভিডিওটির বিরুদ্ধে জনসম্পত্তিকে অবমাননা করার অভিযোগ এনে সেখানে সম্প্রচার বন্ধের নিষেধাজ্ঞা আরোপ করে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rothman, Lily। "Beyond PSY: 5 Essential K-Pop Tracks"Time (magazine)। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৩But “Gentleman,” for all its global-hit potential, is just another track to spring forth from one the world's most dynamic musical genres: K-Pop. 
  2. Benjamin, Jeff; Oak, Jessica (এপ্রিল ১৯, ২০১৩)। "PSY Debuts at No. 1 on K-Pop Chart"। Billboard (magazine)। সংগ্রহের তারিখ এপ্রিল ২০, ২০১৩As Billboard Korea estimated earlier this week, Psy races up to K-Pop Hot 100 this week with a smashing No. 1 debut for "Gentleman," the follow-up to "Gangnam Style" that had at one point tied the record for longest No. 1. 
  3. কমিক বই ফেম: সাই ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মে ২০১৩ তারিখে, বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩ মে ২০১৩ খ্রিস্টাব্দ।
  4. গ্যাংনাম স্টাইলের পর ‘জেন্টম্যান’ নিয়ে সাই[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], প্রাইমখবর। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৩-০৪-২০১৩ খ্রিস্টাব্দ।
  5. সাই’র ‘জেন্টেলম্যান’ ইউটিউবে রেকর্ড ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০১৫ তারিখে, নতুন বার্তা। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৬ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ।
  6. নিজের দেশেই নিষিদ্ধ সাই ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ এপ্রিল ২০১৩ তারিখে, নিউজ ইভেন্ট ২৪ ডটকম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২০ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ[সম্পাদনা]