জামি আল তাওয়ারিখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোঙ্গল সৈনিক, রশিদউদ্দিন হামাদানি রচিত জামি আল তাওয়ারিখ, ১৩০৫-১৩০৬।
ভারত ও চীনের মধ্যকার পর্বত।

জামি আল তাওয়ারিখ (মঙ্গোলীয়: Судрын чуулган, Sudar-yn Chuulgan; আরবি: جامع التواريخ; ফার্সি: جامع‌التواریخ), ("Compendium of Chronicles") পারস্যে মোঙ্গল ইলখানাতে লিখিত সাহিত্য ও ইতিহাস গ্রন্থ।[১] এর লেখক রশিদউদ্দিন হামাদানি (১২৪৭–১৩১৮)। তিনি ১৪শ শতাব্দীর শুরুতে এটি রচনা করেন। এর ব্যপ্তির কারণে একে "প্রথম বিশ্ব ইতিহাস" বলা হয়।[২] এর তিনটি খন্ড ছিল। টিকে থাকা অংশগুলো মোট প্রায় ৪০০ পৃষ্ঠার মত। এর ফারসি, আরবিমোঙ্গল সংস্করণ রয়েছে। চীন থেকে ইউরোপ পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ ঘটনাবলির বিবরণ এতে রয়েছে। [৩]

গ্রন্থের জাকজমকপূরণ চিত্রাঙ্কন ও হস্তলিপিতে কয়েকশত লিপিকার ও শিল্পীর প্রয়োজন ছিল। প্রায় ২০টি চিত্রায়িত কপি রশিদউদ্দিনের জীবদ্দশায় প্রস্তুত করা হয়েছিল। তবে গুলোর অল্প কিছু অংশ টিকে রয়েছে। সম্পূর্ণ কপি বর্তমানে পাওয়া যায় না। সবচেয়ে পুরনো কপিটি আরবি ভাষায়। এর অর্ধেক হারিয়ে গেছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে একটি কপি রয়েছে। ইস্তানবুলের টোপকাপি প্রাসাদের গ্রন্থাগারে প্রথম যুগের দুটি ফারসি পান্ডুলিপি রয়েহে। এগুলো ইলখানাত শিল্প ও পারস্য অনুচিত্রের নিদর্শন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Inal. p. 163.
  2. Melville, Charles। "JĀMEʿ AL-TAWĀRIḴ"Encyclopædia Iranica। Columbia University। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১২ 
  3. Carey. p. 158; Allen. p. 121 for Mongol.

বহিঃসংযোগ[সম্পাদনা]