জহুরাকালী মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জহুরাকালী মন্দিরের সম্মুখভাগ

জহুরাকালী মন্দির পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজবাজার থানার জহুরাতলা গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির[১] হিন্দু মুসলমান নির্বিশেষে দেবী জহুরাকালী পূজিতা হন।[২]

বিবরণ[সম্পাদনা]

জহুরাকালী মন্দিরে কোন পূর্ণাবয়ব বিগ্রহ নেই। একটি মাটির স্তূপকে কালী রূপে পূজা করা হয়। কথিত আছে, ৩০০ বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নাদেশ পেয়ে দেবী জহুরা কালীর আরাধনা শুরু করেছিলেন। অনেককাল আগে এই মন্দিরে একটি কালী বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বিধর্মীদের থেকে রক্ষা করার জন্য মন্দিরের পূজারীরা মূর্তিটিকে মাটিতে চাপা দিয়ে দেন। অন্যমতে মন্দিরে দেবীমূর্তির নিচে মাটিতে ডাকাতদল হীরে জহরত লুকিয়ে রাখত বলে এই কালী জহুরাকালী নামে খ্যাত।[৩] মন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল সম্বন্ধে জানা যায় না। প্রতি বছর বৈশাখ মাসে মাসাধিক কাল ধরে এই মন্দিরে কালীপূজা হয়ে থাকে।[৪]:১১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Aajbangla (২০২১-১১-০১)। "মালদার ঐতিহ্যবাহী জহরা কালী মন্দির - Aaj Bangla Bengali News"Aaj Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১১ 
  2. Basāka, Kamala (১৯৯০)। Bhramaṇe o darśane Māladaha। Esa. Pi. Pābaliśārsa। 
  3. "মালদার প্রাচীন জহুরা কালী মন্দির, পুজো দিলেই পূরণ মনস্কামনা"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১১ 
  4. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১