চতুর্ঘাত অপেক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চতুর্ঘাতী ফাংশন থেকে পুনর্নির্দেশিত)
৩ ক্রিটিক্যাল পয়েন্টের একটি চতুর্ঘাতী বহুপদীর লেখচিত্র

চতুর্ঘাত ফাংশন বলতে গণিতে নিম্নোক্ত ধরনের ফাংশনকে বোঝানো হয়:

যেখানে a শূন্য নয় এবং ডানপক্ষের চারঘাতী বহুপদীকে বলা হয় চতুর্ঘাতী বহুপদী

চতুর্ঘাত ফাংশনের মান শূন্য হলে তখন উক্ত সমীকরণকে চতুর্ঘাতী সমীকরণ বলা হয়ে থাকে।

যেখানে a ≠ 0. একটি চতুর্ঘাত ফাংশনের অন্তরক হচ্ছে একটি ঘন ফাংশন

যেহেতু চতুর্ঘাত ফাংশনে সর্বোচ্চ ঘাত একটি জোড় সংখ্যা, তাই এর চলকের মান ধনাত্মক বা ঋণাত্মক যে দিকেই অসীম পর্যন্ত বাড়ানো হোক না কেন এই ফাংশনের একই চিহ্নযুক্ত অসীম সীমা পাওয়া যাবে।

ইতিহাস[সম্পাদনা]

১৫৪০ খ্রিষ্টাব্দে লুদভিকো ফেরারি চতুর্ঘাত সমীকরণের সমাধান আবিষ্কার করেন কিন্তু এই সমাধানে ঘন সমীকরণের সমাধান লাগে, যা তখনও আবিষ্কৃত হয়নি, সেই কারণে তাই লুদভিকোর সমাধান সেই সময় প্রকাশ করা সম্ভব হয়নি।[১] পরে এই সমাধান ঘন সমীকরণের সমাধানের সাথে একত্রে গেরোলামো কার্ডানোর লেখা আর্স ম্যাগ্না গ্রন্থে প্রকাশিত হয়।

১৮২৪ সালে আবেল-রুফিনি উপপাদ্য থেকে প্রথম প্রমাণিত হয় যে কোন সমীকরণের ঘাত চারের বেশি হলে তার সাধারণ সমাধান বের করা যাবে না। আবার ১৮৩২ সালে তরুণ গণিতবিদ এভারিস্তে গ্যালোয়ার মৃত্যুর পূর্বরাত্রে লেখা কিছু নোট থেকে পরে বহুপদীর বীজ সংক্রান্ত যে বিস্ময়কর গ্যালোয়ার তত্ত্বের উদ্ভব হয়, তার একটি অনুসিদ্ধান্তও ছিল এই উপপাদ্যটি।[২]

বীজের প্রকৃতি[সম্পাদনা]

একটি সাধারণ চতুর্ঘাত

যার সহগগুলো বাস্তব এবং , তার বীজের প্রকৃতি মূলত নির্ধারিত হয় নিশ্চায়কের চিহ্ন দ্বারা।

চতুর্ঘাতের বীজের সম্ভাব্য অবস্থাগুলো নিম্নরূপ:[৩]

  • যখন , দুটি বীজ বাস্তব, দুটি অবাস্তব জটিল ও একে অপরের অনুবন্ধী
  • যখন সব বীজ বাস্তব অথবা সব বীজ অবাস্তব।
  • যখন হয় multiple বীজ বিদ্যমান, নয়তো এটা কোন দ্বিঘাত সমীকরণ-এর বর্গ।

বীজ নির্ণয়ের সূত্র[সম্পাদনা]

চতুর্ঘাতীর পূর্ণাঙ্গ সূত্র। দৈনন্দিন ব্যাবহারের পক্ষে এটা বেশি জটিল, তাই সাধারণত অন্যান্য পদ্ধতি বা সরলীকৃত সূত্র ব্যবহৃত হয়। [৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "Lodovico Ferrari", ম্যাকটিউটর গণিতের ইতিহাস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় 
  2. Stewart, Ian, Galois Theory, Third Edition (Chapman & Hall/CRC Mathematics, 2004)
  3. Rees, E. L. (১৯২২)। "Graphical Discussion of the Roots of a Quartic Equation"The American Mathematical Monthly29 (2): 51–55। ডিওআই:10.2307/2972804 
  4. http://planetmath.org/QuarticFormula, PlanetMath, quartic formula, 21st October 2012

আরো পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Polynomials