ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: ngag dbang chos kyi dbang phyug) (১৬০৬-১৬৫২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের পঞ্চম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ ১৬০৬ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের স্পুন-দ্রুগ-র্দ্জোং (ওয়াইলি: spun drug rdzong) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা স্গাম-বু-দোন-গ্রুব (ওয়াইলি: sgam bu don grub) একজন অভিজাত ছিলেন এবং মাতা ব্সোদ-নাম্স-বু-'খ্রিদ (ওয়াইলি: bsod nams bu 'khrid) ছিলেন তৃতীয় দলাই লামার ভ্রাতুষ্পুত্রী। পাঁচ বছর বয়সে তাকে ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: chos kyi rgyal mtshan) নামক ষষ্ঠ দ্গা'-ল্দান-খ্রি-পার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার ও ল্হো-রোং (ওয়াইলি: lho rong) অঞ্চলে অবস্থিত র্তা-ত্শাগ-ল্হুন-গ্রুব-ব্দে-ছেন (ওয়াইলি: rta tshag lhun grub bde chen) বিদ্যায়তনে শিক্ষালাভ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলে পঞ্চম দলাই লামাচতুর্থ পাঞ্চেন লামা। পরবর্তীকালে তিনি ব্যা-ফুগ-ম্দো-স্ঙ্গাগ্স-দার-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: bya phug mdo sngags dar rgyas gling) নামক বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৬৪৩ খ্রিষ্টাব্দে তিনি ম্দো-খোগ (ওয়াইলি: mdo khog) নামক স্থানে পাঁচটি বৌদ্ধবিহারকে একত্র করে দ্গা'-ল্দান-ব্শাদ-স্গ্রুব-গ্লিং (ওয়াইলি: dga' ldan bshad sgrub gling) নামক বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dorje, Sonam (জানুয়ারি ২০১৪)। "The Fifth Tatsak Jedrung, Ngawang Chokyi Wangchuk"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯ 
পূর্বসূরী
ল্হা-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ
পঞ্চম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা