গ্রাগ্স-পা-র্গ্যা-ম্ত্শো (গানদেন ত্রিপা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রাগ্স-পা-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: གྲགས་པ་རྒྱ་མཚོওয়াইলি: grags pa rgya mtsho) (১৫৫৫-১৬২৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তেত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

গ্রাগ্স-পা-র্গ্যা-ম্ত্শো ১৫৫৫ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্বু-স্তোদ (ওয়াইলি: dbu stod) নামক অঞ্চলে দ্গে-রে (ওয়াইলি: dge re) নামক শহরে জন্মগ্রহণ করেন। তিনি দ্গোন-গ্সার (ওয়াইলি: dgon gsar) বৌদ্ধবিহারে দীক্ষালাভ করেন এবং ব্যাকরণ ও কাব্যশাস্ত্রের শিক্ষালাভ করেন। তিনি লাসা শহরে র্গ্যুদ-স্তোদ (ওয়াইলি: rgyud stod) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬২৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং পাঁচ বছর ঐ পদে ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Thirty-Third Ganden Tripa, Drakpa Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৮ 
পূর্বসূরী
ত্শুল-খ্রিম্স-ছোস-'ফেল
গ্রাগ্স-পা-র্গ্যা-ম্ত্শো
তেত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান