খরস্রোত জোয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Diagram showing from top, shoreline, two sand bars separated by an area of deeper water. Arrows show water moving towards shore across the sand bars and moving out only through the deeper channel.
খরস্রোত জোয়ার সংগঠন পদ্ধতি: breakers cross sand bars off the shore, the water travels back to sea through the gap in the sand bars, creating a fast "rip" current

খরস্রোত জোয়ার, সাধারণভাবে: যা খরস্রোত নামে পরিচিত, তা হচ্ছে নিকটবর্তী তীরভূমি হতে সমুদ্র অভিমুখে পানির প্রবল প্রবাহ, যা মূলত: সার্ফ লাইন বরাবর বয়ে যায়।[১] এর গতি ০.৫ মিটার প্রতি সেকেন্ডে (প্রতি সেকেন্ডে ১-২ ফুট), এবং এটি প্রতি সেকেন্ডে ২.৫ মিটারের চেয়েও বেশি দ্রুততর হতে পারে (প্রতি সেকেন্ডে ৮ ফুট), যা একজন মানুষের সাতারের গতির তুলনায় অধিক গতিসম্পন্ন। এটি যেকোন তটভূমিতে ঢেউয়ের সাথে সংগঠিত হতে পারে; মহাসাগর, সাগর বা হ্রদ - যেকোনটিতে।[২]

কারণ এবং সংগঠন[সম্পাদনা]

ভয়াবহতা[সম্পাদনা]

খরস্রোত জোয়ার সমুদ্র এবং হ্রদের পানিতে অবস্থানরত লোকদের জন্য বিপদের একটি উৎস্য, যেটি সাঁতারুদের সৈকত থেকে ভাসিয়ে নিয়ে যায়| এক্ষেত্রে সাধারণত: স্রোতের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে অনেকেই শেষপর্যন্ত ডুবে মারা যায়| কিছু অপ্রতুল ক্ষেত্রে, খরস্রোতা জোয়ার সাঁতারু ছাড়া অন্যান্যদের জন্যেও প্রাণঘাতী হতে পারে| কোমর পানিতে দাড়িয়ে থাকা কোন ব্যক্তি গভীর পানিতে ভেসে যেতে পারে যেখানে সাতার না জানলে অথবা ভাসমান পোশাক বা সরঞ্জাম শরীরে না থাকলে ডুবে যাওয়া সুনিশ্চিত| স্থানীয় বৈশিষ্টের কারণে কিছু সৈকতে খরস্রোত জোয়ারের সম্ভাব্যতা অধিক, এবং কিছু সৈকত একারণে বেশ কুখ্যাত| যুক্তরাষ্ট্রে প্রতিবছর খরস্রোত জোয়ারের কারণে ৪৬ জন মারা যায়| এই জোয়ারের ৮০ শতাংশ উদ্ধারকাজেই লাইফগার্ডদের দ্বারা সহায়তা লাভের প্রয়োজন হয়|

প্রয়োজনীয়তা[সম্পাদনা]

উদ্ধার প্রক্রিয়া[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rip Current Characteristics College of Earth, Ocean, and Environment, University of Delaware. Retrieved 16 January 2009.
  2. "United States Lifesaving Association's - Rip Currents"। www.usla.org। ২৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০০৯ 

টেমপ্লেট:Coastal geography টেমপ্লেট:Physical oceanography