কুছ মিঠা হো যায়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুছ মিঠা হো যায়ে
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকসামার খান
প্রযোজককেতন মরু
রচয়িতাসামার খান
রহিত মালহোত্রা
শ্রেষ্ঠাংশেএরশাদ ওয়ারসী
মাহিমা চৌধুরী
শাহরুখ খান
সুরকারহিমেশ রেশাম্মিয়া
চিত্রগ্রাহকসমীর আরিয়া
সম্পাদকউমেশ গুপ্ত
পরিবেশকইরোস ল্যাবস
মুক্তি১৫ এপ্রিল, ২০০৫
স্থিতিকাল১৬২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

কুছ মিঠা হো যায়ে ([Kuch Meetha Ho Jaye - Lets Have Something Sweet] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) এটি ২০০৫ সালের একটি বলিউড রোমান্টিক চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সামার খান, এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র[১] এবং প্রযোজনা করেছেন কেতন মরু। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন এরশাদ ওয়ারসী, মাহিমা চৌধুরী ও পারভীন দাবাস এবং একটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শাহরুখ খান। এটি ২০০৫ সালের ১৫ এপ্রিল মুক্তি লাভ করে।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

  • এরশাদ ওয়ারসী - ম্যানেজার এসআর খান
  • মাহিমা চৌধুরী - ঘুলাব খান
  • পারভীন দাবাস - সিদ্ধার্থ
  • সন্ধ্যা মৃদুল - রচনা সিং
  • দীপ্তি নাভাল -
  • শাহরুখ খান স্বয়ং / নিজ (বিশেষ উপস্থিতি)
  • রহিত রয় - পাইলট বিক্রম সিনহা
  • শ্রাভান - রাহুল
  • সচিন খেদেকার - সুনিয়েল ওয়াধয়া
  • ইরাভাতি হার্শে - ভিভা ওয়াধয়া
  • কান্বালজিত সিং - কোল. ভাবুস শমশের কাপুর (কান্বালজিত)
  • জাস্পাল ভাট্টি - রাম সরান ডুবেই
  • মৃনাল কুলকার্নি - চঞ্চল চুঘ
  • আদিত্য লাখিয়া - টান্নি
  • আশ্বিন মুশ্রান - বেন সিদেবত্তম

সংগীত[সম্পাদনা]

সাউন্ড ট্র্যাক[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gupta, Pratim (২০০৫-০৫-৩০)। "'My film is the dinner and SRK the dessert'"The Telegraph (Kolkata)। ২০১১-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]