কুচকাওয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নৌ নির্মাণ ব্যাটালিয়ন কুচকাওয়াজ (NMCB-1)

কুচকাওয়াজ বলতে এক ধরনের ছন্দবদ্ধ হাঁটাকে বোঝানো হয়, যেটি সাধারণত সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। কুচকাওয়াজ প্রায়ই বাদ্যের তালে তালে এবং সামরিক প্যারেডে হয়ে থাকে। কুচকাওয়াজ অধিকাংশ দেশে সামরিক মৌলিক প্রশিক্ষণ অংশ। কুচকাওয়াজের সময় ব্যক্তিদের পোশাক, কভার, ব্যবধান, এবং দূরত্ব (DCID) বজায় রাখা আবশ্যক:

  • পোশাক - পাশের ব্যক্তির সাথে প্রান্তিককরণ;
  • কভার - সম্মুখ ব্যক্তির সাথে প্রান্তিককরণ;
  • ব্যবধান - পাশের ব্যক্তির সাথে নির্দিষ্ট ব্যবধান
  • দূরত্ব - সামনের ব্যক্তির সাথে নির্দিষ্ট দূরত্ব[১]

তথ্যসূত্র[সম্পাদনা]