কাদেরী কিবরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাদেরী কিবরিয়া
পেশাসঙ্গীত শিল্পী
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
উল্লেখযোগ্য পুরস্কারএকুশে পদক

কাদেরী কিবরিয়া বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠ সঙ্গীত শিল্পী। কৃর্তীমান এ শিল্পী জন্মগ্রহণ করেন পাবনার ফরিদপুর উপজেলায়। মূলতঃ রবীন্দ্র সঙ্গীতের এই শিল্পী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সক্রিয়ভাবে দেশাত্মবোধক গানের শিল্পী হিসেবে গান করেছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে কাদেরী কিবরিয়া রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে প্রচণ্ড জনপ্রিয় ছিলেন।[১] কিবরিয়া ২০১৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন। [২][৩]

ঢাকায় একক অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করছেন কাদেরী কিবরিয়া, ২০১৭

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

কিবরিয়া বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি অজিত রায় এবং দেবব্রত বিশ্বাসের কাছে গানের তালিম নেন। ১৯৭৫ সালে তিনি ঠাকুর গানের স্নাতকোত্তর অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে যান। তিনি জিঙ্গা শিল্পী গোষ্ঠীর সদস্য ছিলেন। তার প্রথম টিভি উপস্থিতি ছিল ১৯৬৭ সালে। তাঁর দুটি রবি ঠাকুরের গানের প্রথম রেকর্ড ১৯৬৯ সালে HMV দ্বারা প্রকাশিত হয়েছিল।

তিনি ১৯৯০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। আগে তিনি নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশনে গান পরিবেশন করতেন।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রতিবেদক, নিজস্ব। "স্যুট-টাই পরে রবীন্দ্রসংগীত গেয়েছিলাম"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "13 picked for Ekushey Padak"। bdnews24। ফেব্রুয়ারি ৭, ২০১৩। 
  3. Moutushi, Patricia (২০১৩-০৩-১০)। "Eric Ershad presents Tagore songs"। Priyo News। ২০১৪-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২৪ 
  4. "শিল্পীর সবচেয়ে ভালোলাগার জায়গা হলো মঞ্চ : কাদেরী কিবরিয়া" 

বহিঃসংযোগ[সম্পাদনা]