কচিয়ামারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কচিয়ামারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলী থানার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামের উল্লেখযোগ্য পুরাকীর্তি হল একটি আটচালা লক্ষ্মীনারায়ণ মন্দির।

আটচালা শিবমন্দির[সম্পাদনা]

১৩০৫ বঙ্গাব্দে নির্মিত কলাগাছিয়ার লক্ষ্মীনারায়ণ মন্দির একটি খর্বাকৃতি আটচালা মন্দির। মন্দিরটির মাপ ৩ ফুট ৭.৫ ইঞ্চি X ৩ ফুট ৭.৫ ইঞ্চি এবং উচ্চতা মাত্র ৮ ফুট। মন্দিরটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে মন্দিরের আটটি চালার কয়েকটিতে স্থানীয় নস্কর পরিবারের সংক্ষিপ্ত বংশলতিকা উৎকীর্ণ রয়েছে। মন্দির স্থাপত্যকে বংশলতিকা হিসেবে ব্যবহারের এটি একটি বিরল দৃষ্টান্ত।[১]:৭২ বংশতালিকাটি নিম্নরূপ[১]:৩০২

চালা খোদিত লিপি
পশ্চিমদিকের নিচের চালা রমানাথ
নস্কর
হেমচন্দ্র নস্কর
সন ১৩০৫ সাল
পশ্চিমদিকের নিচের চালা মায়ামনিদেবী
পুত্রবধূ
লক্ষ্মীমনিদেবী
নিত্যমনি দেবী
পশ্চিমদিকের ওপরের চালা ওঁ
রামচাঁদ
নস্কর
পশ্চিমদিকের দুইটি চালার সংযোগকারী দেওয়াল তস্যপুত্র

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সাগর চট্টোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পুরাকীর্তি, প্রকাশনা প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার, পশ্চিমবঙ্গ সরকার, ৩৩ চিত্তরঞ্জন অ্যাভেনিউ, কলকাতা-৭০০০১২, প্রথম প্রকাশ, ২০০৫