কওমী তারানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
قومی ترانہ
কওমী তরানা
কওমী তরানার স্বরগ্রাম

 পাকিস্তান-এর জাতীয় সঙ্গীত
হিসেবেও পরিচিত“পাক সরজমীন”
বাংলা: “পবিত্র ভূমি”
কথাহাফিজ জলন্ধরী, জুন ১৯৫২
সুরআহমদ গোলাম আলী ছাগলা, ২১ আগস্ট ১৯৪৯
গ্রহণের তারিখ১৩ আগস্ট ১৯৫৪
সঙ্গীতের নমুনা
noicon

কওমী তরানা (উর্দু: قومی ترانہ‎‎, উচ্চারিত [ˈqɔːmiː təˈɾaːnə], আক্ষ. অনু.  “জাতীয় সংগীত”), যা পাক সরজমীন (উর্দু: پاک سرزمین‎‎, উচ্চারিত [ˈpɑːk ˈsəɾzəmiːn], আক্ষ. অনু. পবিত্রভূমি) হিসেবেও পরিচিত, হল ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তানের জাতীয় সঙ্গীত। ১৯৫২ সালে হাফিজ জলন্ধরী এটি রচনা করেন এবং তারও পূর্বে ১৯৪৯ সালে আহমদ গোলাম আলী ছাগলা এর সুর প্রদান করেন। ধ্রুপদী উর্দুতে রচিত হলেও গানটি অত্যধিক ফার্সি প্রভাবিত এবং এতে পাকিস্তানের লিঙ্গুয়া ফ্রাঙ্কা উর্দু ভাষার ‘কা’ শব্দটি কেবল ব্যবহৃত হয়েছে—ফলে উর্দু ও ফার্সি উভয় ভাষায় গানটি পারস্পরিক বোধগম্য[১][২][৩]

১৯৫৪ সালের আগস্টে এটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়[১] এবং ওই একই বছর আহমদ রুশদি, কওকাব জাহান, রশীদা বেগম, নাজম আরা, নসীমা শাহীন, জওয়ার হোসাইন, আখতার আব্বাস, গোলাম দস্তগীর, আনোয়ার জহির, আখতার ওয়াসী আলী-সহ পাকিস্তানের এগারোজন প্রধান গায়ক গানটি রেকর্ড করেন।[৪]

সংগীত[সম্পাদনা]

১৯৪৯ সালে পাকিস্তানি সংগীতশিল্পী ও সুরকার আহমেদ জি সাগলা এটিতে সুর এবং প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় সংগীতের ছাপ প্রতিফলিত হয়। একুশটি বাদ্যযন্ত্র[৫] এবং আটত্রিশটি ভিন্ন সুর কওমি তারানা বাজানোর জন্য ব্যবহৃত হয়[৬], যার সময়কাল ছিল ৮০ সেকেন্ড।[৭]

সঙ্গীতের কথা[সম্পাদনা]

উর্দু
كشورِ حسين شاد باد پاک سرزمین شاد باد
ارضِ پاکستان!‏ تُو نشانِ عزمِ عالی شان
مرکزِ یقین شاد باد
قوّتِ اُخوّتِ عوام پاک سرزمین کا نظام
پائنده تابنده باد!‏ قوم، ملک، سلطنت
شاد باد منزلِ مراد
رہبرِ ترقّی و کمال پرچمِ ستاره و ہلال
جانِ استقبال!‏ ترجمانِ ماضی، شانِ حال
سایۂ خدائے ذوالجلال
প্রতিবর্ণীকরণ

পাক সার্জ়ামীন শাদ বাদ,
কিশভ়ারে হাসীন শাদ বাদ,
তূ নিশানে আজ়্মে আলী শান
আর্জ়ে পাকিস্তান!
মার্কাজ়ে ইয়াক়ীন শাদ বাদ।

পাক সর্জ়ামীন কা নিজ়াম,
ক়ূাতে উখ়ূাতে আভ়াম,
ক়ম, মুল্ক, সল্তানাত
পায়িন্দা তাবিন্দা বাদ!
শাদ বাদ মন্জ়িলে মুরাদ।

পর্চমে সিতারে ও হিলাল
রেহবারে তারাক়্ক়ী ও কামাল,
তর্জুমানে মাজ়ী, শানে হাল,
জানে ইস্তাক়্রাল,
সায়াহে খ়ুদায়ে জ়ুল্জালাল।

বঙ্গানুবাদ[৮]

হে পুণ্যভূমি আনন্দিত থাক,
হে রূপসী দেশ আনন্দিত থাক,
তুই মহান সঙ্কল্পের চিহ্ন,
হে পাকিস্তান ভূখণ্ড!
বিশ্বাসের কেন্দ্র আনন্দিত থাক।

হে পুণ্যভূমির সুশৃঙ্খলা,
আম-জনতার ভ্রাতৃত্বের ক্ষমতা,
জাতি, দেশ, রাষ্ট্র,
চির দীপ্তিমান থাক!
আনন্দিত থাক আকাঙ্ক্ষিত লক্ষ্য।

তারা ও অর্ধচন্দ্রের পতাকা,
উন্নয়ন ও উৎকর্ষের নেতা,
অতীতের অনুবাদক, বর্তমানের মহিমা,
ভবিষ্যতের আত্মা!
অত্যুত্তম পরমেশ্বরের ছায়া।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Information of Pakistan"। Infopak.gov.pk। ২০০৭-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩১ 
  2. Vatanka, Alex,। Iran and Pakistan : security, diplomacy and American influence। London। পৃষ্ঠা ১৪। আইএসবিএন 978-1-78453-214-7ওসিএলসি 917136168 
  3. "The national anthem of Pakistan"DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২০১১-০৮-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬ 
  4. "Death Anniversary of Ahmed Rushdi"Duniya News। ১৪ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৬ 
  5. Jafari, Aqeel Abbas। Pakistan Chronicle। করাচি: Wirsa Publishers। পৃষ্ঠা ৪২। আইএসবিএন 978-969-9454-00-4ওসিএলসি 643571356 
  6. Mazhar Iqbal, Mazhar.dk। "National Anthem of Pakistan"। ২০০৬-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-১২ 
  7. Information Ministry, Government of Pakistan। "Basic Facts"। ২০০৬-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-১২ 
  8. Alex Vatanka। Iran and Pakistan: Security, Diplomacy and American Influence। I.B.Tauris। পৃষ্ঠা 14। আইএসবিএন 9780857739155