ওরিয়েন্টাল বে পেঁচা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওরিয়েন্টাল বে পেঁচা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Strigiformes
পরিবার: Tytonidae
গণ: Phodilus
প্রজাতি: P. badius
দ্বিপদী নাম
Phodilus badius
(Horsfield, 1821)
Subspecies
  • P. b. badius
    (Southeast Asian Bay Owl)
  • P. b. saturatus
    (Sikkim Bay Owl)
  • P. b. ripleyi
    (Peninsular Bay Owl)
  • P. b. arixuthus
    (Natuna Bay Owl)
  • P. b. parvus
    (Belitung Bay Owl)

ওরিয়েন্টাল বে পেঁচা (Phodilus badius) হল একধরনের বে পেঁচা প্রধানত লক্ষ্মীপেঁচা এর থেকে আবির্ভূত। এরা সম্পূর্ণ নিশাচর হয়। এবং এদেরকে দক্ষিণ-পূর্ব এশিয়াতে দেখতে পাওয়া যায়। এদের বিভিন্ন ধরনের উপজাতি আছে। এদের মুখটা অনেকটা হার্ট আকারের মতন হয় এবং এদের কান বাইরে বেরোনো থাকে। কঙ্গো বে পেঁচাদের আগে এই প্রজাতির সাথে মিলিয়ে দেওয়া হত কম জ্ঞ্যান থাকার জন্য কিন্তু এদের ওপর জ্ঞ্যান বাড়ার সঙ্গে সঙ্গেই এই দুই প্রজাতিটিকে আলাদা করে দেওয়া হয়। এছাড়াও শ্রীলঙ্কা বে পেঁচাদেরও এদের উপজাতি বলে মানা হয়।

ফিলিপাইন এর সমর দ্বীপপুঞ্জতে এরা বিলুপ্ত হয়ে গেছে বিংশ শতাব্দীর সময়ে। ১৯৪৫ সালে এখানে বোমা আক্রমণে এরা এই দ্বীপপুঞ্জ থেকে হারিয়ে যায় চিরকালের মতোন।

ওরিয়েন্টাল বে পেঁচা পশ্চিম ঘাট থেকে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BirdLife International (২০১২)। "Phodilus badius"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]