এমিলিয়া প্লাটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাউন্টেস
এমিলিয়া প্ল্যাটার
এমিলিয়া প্ল্যাটার, উনিশ শতকে খোদাইকৃত ছবি
জন্ম(১৮০৬-১১-১৩)১৩ নভেম্বর ১৮০৬
ভিলনিয়াস (উইলনো), বিভক্ত পোল্যান্ড
মৃত্যু২৩ ডিসেম্বর ১৮৩১(1831-12-23) (বয়স ২৫)
জাস্টিনাভাস
সমাধি
কপচিউয়ো
আনুগত্যপোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথ (নভেম্বর বিদ্রোহ)
কার্যকাল১৮৩০
পদমর্যাদাক্যাপ্টেন (ভূমি এবং বায়ু)
যুদ্ধ/সংগ্রামনভেম্বর বিদ্রোহ

কাউন্টেস এমিলিয়া প্ল্যাটার (ইংরেজি: Countess Emilia Plater) (নভেম্বর ১৩, ১৮০৬-ডিসেম্বর ২৩, ১৮৩১) ছিলেন একজন পোলিশ [১][২][৩] বিপ্লবী ও অভিজাত নারী। পোলান্ডের ঐতিহ্যে বেড়ে উঠার মাধ্যমে তিনি ১৮৩০ সালে নভেম্বর বিদ্রোহে অংশগ্রহণ করেন। এই সময় তিনি একটি ছোট দল গঠন করেন, বিভিন্ন দায়িত্বে অংশগ্রহণ করেন এবং পোলিশ বিদ্রোহী বাহিনীর মধ্যে অধিনায়কের পদ লাভ করেন। বিদ্রোহ শেষের দিকে, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।

জীবনী[সম্পাদনা]

জীবনের প্রথম পর্যায়[সম্পাদনা]

একটি দাঙ্গা মধ্যের এমিলিয়া প্ল্যাটার

এমিলিয়া প্লাটার ভিলনিয়াসে (পরিবর্ত নাম ভিলনো) একটি সম্ভ্রান্ত পোলিশ-লিথুয়ানিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন।[৪] পনেরো শতকের দিকে এই পরিবার আরও অনেক পোলিশ পরিবারের সাথেই প্রথমে লিভোনিয়ায় এবং পরবর্তীতে লিথুনিয়ায় স্থানান্তরিত হয়। এই লিথুয়ানিয়ারই রাজধানী ছিল ভিলনিয়াস।[৫] এই কারণে তাকে পোলিশ, পোলিশ-লিথুয়ানিয়ান বা লিথুয়ানিয়ান হিসাবে আখ্যা করা হয়।[৬][৭][৮][৯]

১৮১৫ সালে যখন তার বয়স মাত্র নয় বছর, তখন তার পিতা মাতার, ফ্রানসিজেক স্বয়েরী প্ল্যাটার ও আনা ফন ডার মল'এর, বিবাহ বিচ্ছেদ ঘটে।[১০] এই সময় থেকে তিনি তার বিবাহবিচ্ছিন্না মায়ের সাথে এক দূরবর্তী আত্বীয়র কাছে আশ্রয় পান ও সেখানেই লালিত পালিত হন।[১০] ছোট থেকেই তার পড়াশুনোয় খুবই আগ্রহ ছিল। বিশেষ করে জাতিয়তাবাদী পোল সাহিত্য তাকে খুবই অনুপ্রাণিত করত। এই সময় তিনি জার্মান ভাষায় গ্যোটে ও শিলার'এর রচনাও পাঠ করেন ও খুবই উদ্বুদ্ধ হন। ১৮৩০ সালে তার মার মৃত্যু তরুণী এমিলিয়ার কাছে ছিল এক ভীষণ বড় আঘাত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Litwa: przewodnik", Tomasz Krzywicki, Oficyna Wydawnicza "Rewasz", 2005, s. 196
  2. "W pamięci potomnych"। ৪ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. Grób Emilii Broel-Plater
  4. Jerzy Jan Lerski, Historical Dictionary of Poland, 966-1945। PLATER। Greenwood Publishing Group। পৃষ্ঠা পৃষ্ঠা ৪৪৪। আইএসবিএন ৯৭৮-০-৩১৩-২৬০০৭-০ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১১ 
  5. Jerzy Jan Lerski, Historical Dictionary of Poland, 966-1945। PLATER। Greenwood Publishing Group। পৃষ্ঠা পৃষ্ঠা ৪৪৪। আইএসবিএন ৯৭৮-০-৩১৩-২৬০০৭-০ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১১ 
  6. Ethnologia Europaea, Vol.21-22, 1991 p.132
  7. Szymon Konarski (১৯৬৭)। Materiały do biografii: genealogii i heraldyki polskiej। Paris। পৃষ্ঠা 215। 
  8. Mary Fleming Zirin (২০০৭)। Russia, the non-Russian peoples of the Russian Federation, and the successor states of the Soviet Union। M.E. Sharpe। পৃষ্ঠা 695। আইএসবিএন 978-0-7656-0737-9। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১১ 
  9. Suzanne LaFont (আগস্ট ১৯৯৮)। Women in transition: voices from Lithuania। SUNY Press। পৃষ্ঠা 29। আইএসবিএন 978-0-7914-3811-4। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১১ 
  10. Stefan Kieniewicz, Emilia Plater, Polski Słownik Biograficzny, Tom XXVII, Zakład Narodowy Imenia Ossolińskich I Wydawnictwo Polskieh Akademii Nauk, 1983, p.652

বহিঃসংযোগ[সম্পাদনা]