উপ্পাতাসান্তি প্যাগোডা

স্থানাঙ্ক: ১৯°৪৬′১৬.১৪″ উত্তর ৯৬°১০′৫৮.৭৬″ পূর্ব / ১৯.৭৭১১৫০০° উত্তর ৯৬.১৮২৯৮৮৯° পূর্ব / 19.7711500; 96.1829889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উপ্পাতাসান্তি প্যাগোডা
ဥပ္ပါတသန္တိစေတီတော်
মানচিত্র
স্থানাঙ্ক১৯°৪৬′১৬.১৪″ উত্তর ৯৬°১০′৫৮.৭৬″ পূর্ব / ১৯.৭৭১১৫০০° উত্তর ৯৬.১৮২৯৮৮৯° পূর্ব / 19.7711500; 96.1829889
অবস্থানNaypyidaw, মায়ানমার
উচ্চতা৯৯ মি (৩২৫ ফু)
সম্পূর্ণতা তারিখমার্চ ২০০৯

উপ্পাতাসান্তি প্যাগোডা (বর্মী: ဥပ္ပါတသန္တိစေတီတော်, অফিসিয়ালভাবে ဥပ္ပါတသန္တိစေတီတော်မြတ်ကြီး [ʔoʊʔpàta̰ θàɴdḭ zèdìdɔ̀]; "শান্তির প্যাগোডা" নামেও অভিহিত) মায়ানমারের নবীন রাজধানী নেপিয়েদতে অবস্থিত। যেখানে বুদ্ধের দাতের সংরক্ষিত স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা আছে আছে। এটি আকারে প্রায় মায়ানমারের সাবেক রাজধানী ইয়াংগুনের “শ্বেদাগণ প্যাগোডা”-র মত যার উচ্চতা ৯৯ মিটার (৩২৫ ফুট)। এই প্যাগোডা “শ্বেদাগণ প্যাগোডা” থেকে মাত্র ৩০ সেন্টিমিটার ছোট।

ইতিহাস[সম্পাদনা]

এই প্যাগোডাটি স্থাপিত হয়েছে তেমন বেশি দিন হয়নি। এর নির্মানকাজ শুরু হয় ২০০৬ সালের ১২ই নভেম্বর এবং শেষ হয় ২০০৯ সালের মার্চ মাসে। এই প্যাগোডাটি মায়ানমারের রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন পরিষদের প্রধান থান শোর অধীনে নির্মিত হয়।

স্থাপনার অংশ[সম্পাদনা]

  1. মহা পাসাদাভূমি গান্ধকুঠি চেম্বারে মহা সুতায়ুংপিয়ি বুদ্ধের ছবি
  2. প্যাগোডার অবতল গুহায় বুদ্ধের চারটি প্রাচীন ছবি
  3. ১০৪ ফুট উচ্চতাসম্পন্ন পতাকাদন্ড
  4. বৃহৎ বো গাছ সমৃদ্ধ বো ট্রি বাগান ও ২৮টি বুদ্ধের ছবি
  5. ১৮০টি বো গাছ সমৃদ্ধ বো ট্রি বাগান
  6. শিন উপাজ্ঞুতা চেম্বারের সাথে মার্লিনি মঙ্গলা লেক
  7. ইউথোঙ্গামা সমন্বিত হল
  8. চেতিয়াপালা চেম্বার
  9. সাঙ্গা যম হোস্টেল
  10. সাসানা মহা বেকিমান্দ্ব ভবন
  11. প্যাগোডা জাদুঘর
  12. পিটাকাট ভবন ও ধর্মীয় ঐতিহাসিক দলিল-দস্তাবেজের সংরক্ষণাগার

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]