উদয়রাজপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উদয়রাজপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার গোঘাটা থানার অন্তর্গত একটি গ্রাম।

পুরাস্থল[সম্পাদনা]

এখানে একটি একরত্ন বা এক চূড়াবিশিষ্ট মন্দির আছে। এই মন্দিরটি বিষ্ণুপুরী ধরনের। মন্দিরটির অবহেলিত ছাদের কেন্দ্রে গঠিত শিখরটি রেখ ধরনের আড়াআড়ি খাঁজকাটা। দৈর্ঘ্যে ১৭ ফুটের কিছু বেশি এবং প্রস্থে সাড়ে ১৫ ফুট।বাইরের দিকটা চুনবালি দিয়ে ঢাকা। মন্দিরটির নির্মাণ সময় ১৭৬৫ খ্রিষ্টাব্দ। এছাড়া এখানে দাঁ পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত সমতল ছাদ বিশিষ্ট দালান ধরনের দামোদর মন্দির অবস্থিত। মন্দিরট দৈর্ঘ্যে ২০ ফুটের কিছু বেশি এবং প্রস্থে ১৮ ফুটের কিছু বেশি। মন্দিরের গায়ে মাটিরফলকে কারুকর্ম বর্তমান।[১]:৪৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নরেন্দ্রনাথ ভট্টাচার্য, হুগলি জেলার পুরাকীর্তি,প্রকাশনা প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার, পশ্চিমবঙ্গ সরকার, প্রথম প্রকাশ, ১৯৯৩