ইউবিকুইটি (সফটওয়্যার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইবিকুইটি (সফটওয়্যার) থেকে পুনর্নির্দেশিত)
ইউবিকুইটি
উবুন্টু ১০.১০ ম্যাভরিক মীকট-এ ইউবিকুইটি ইনস্টলার
উন্নয়নকারীUbuntu Installer Team
প্রাথমিক সংস্করণ২০০৬
স্থিতিশীল সংস্করণ
২.৪.৮ / ৭ অক্টোবর ২০১০; ১৩ বছর আগে (2010-10-07)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতপাইথন
গ্রাফিকাল ব্যবহারকারী ইন্টারফেস: GTK+ এবং কিউটি
অপারেটিং সিস্টেমলিনাক্স
প্ল্যাটফর্মডেবিয়ান ভিত্তিক ডিস্ট্রিবিউশন
উপলব্ধবহুভাষিক
ধরনইনস্টলার
লাইসেন্সGPL v2
ওয়েবসাইটlaunchpad.net/ubiquity

ইউবিকুইটি বা উইবিকুইটি একটি সরল লিনাক্স ইনস্টলার। উবুন্টু এবং এর ডেরিভেটিভসমূহ ইনস্টলের কাজে এটি ব্যবহার করা হয়। এটি লাইভ সিডি থেকে চালানো হয়। ইউবিকুইটির একটি কিউটি এবং একটি GTK+ ফ্রন্টএন্ড রয়েছে। উবুন্টু ৬.০৬(ডেপার ড্রেক) সংস্করণে সর্বপ্রথম এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়।

বৈশিষ্টসমূহ[সম্পাদনা]

  • আন্তর্জাতিকিকরণের সুবিধা
  • সয়ংক্রি ইনস্টলেশন সমর্থন
  • বিভিন্ন ডিস্ট্রিবিউশনের উপযোগী করে পরিবর্তন সম্ভব, যেমন মিথবুন্টু
  • Auto crash detection (Apport) support
  • গ্রাফিকাল টাইমজোন নির্ধারণ সুবিধা
  • বর্তমানে ইনস্টল করা রয়েছে এমন উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমের সেটিং এবং ফাইলসমূহ ইম্পোর্টের সুযোগ রয়েছে(migration-assistant)
    • ব্যবহারকারী অ্যাকাউন্ট
    • ইমেইল অ্যাকাউন্ট
    • তাৎক্ষনিক বার্তা আদান-প্রদান
    • বুকমার্ক
    • ব্যবহারকারীর ছবি, ওয়ালপেপার, ডকুমেন্ট, গানের ফোল্ডার (শুধুমাত্র উইন্ডোজ)

এছাড়া যেসকল ডিস্ট্রিবিউশনে ব্যবহার করা হয়[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]