উইকিপিডিয়া আলোচনা:সম্মিলন/ঢাকা ৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাইযেরা। আপনারা উইকিপিডিযর ফনটিক বাংলা কেম্নে লেখব? কিবু্রড মাপ কই? প্লয বরু করে লিঙ্ক দেন।

এই লিংকে যান - WP:Typing--অর্ণব (আলাপ | অবদান) ২০:০৭, ২১ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আয়োজন সম্পর্কিত আলোচনা[সম্পাদনা]

আপনারা এটা শুক্রবারে করতে পারেননা? সমস্যাটা কি?

আসলে শুক্রবার করলে আমরা তা নিয়মিত করতে পারবো না। শুক্রবার অনেকেরই ছুটি থাকে, সপ্তাহে একদিন অন্তত পরিবার পরিজনের সাথে কাটাতে চান, হয়তো দু এক দিন আমাদের সময় দিলেও, নিয়মিত তা দিবেন না। শনিবার করা হয়েছে যাতে উইকিপিডিয়ানগণ তাদের মূল্যবান সময় থেকে নিয়মিত কিছু সময় দেন, তাতে যেন বেগ পেতে না হয় তাই এর সময় করা হয়েছে বিকেলবেলায়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৪৭, ৪ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে, একবার শুক্রবার আয়োজন করে দেখা যায়কি? মাসে একবার শুক্রবার? --mak ০২:৩৫, ৫ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যা এটা আমরা করতে পারি। এক শুক্রবার আমরা এটা আয়োজন করি, ঐ দিন সবার মতামত নিয়ে পরবর্তিতে শনিবার হবে না শুক্রবার তা ঠিক করা যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫০, ৫ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

Omi: অনেকেরও শুক্রবারে অফিস থাকে। সেটা কাহিনী না। মাসের একটা শুক্রবার আমরা দিতেই পারি আমাদের জীবন থেকে। এখানে পার্টিসিপেন্টদের তালিকে দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা শনিবারের। আরও একটা বিষয়। আপনাদের আমন্ত্রণের পাতাটা ঠিক উইকিপিডিয়ার পাতা হয়নি। উইকিপিডিয়াতে প্রতিটি বিষয়ের সাথে আনুসাঙ্গিক লিঙ্ক থাকে, আপনাদের মতামতের পাতাটা বের করতেই আমার খানিকটা সময় দিতে হয়েছিলো। আশাকরি বিষয়টি বোঝাতে পেরেছি।

যদিও এ পাতাটিও ঠিক পাতা নয় এ আলোচনার জন্য, আয়োজন সম্পর্কিত আলোচনার করা উচিত উইকিপিডিয়া আলাপ:সম্মিলন/ঢাকা ৪ পাতায়। [[আগের আয়োজনগুলোতে অংশগ্রহণকারীর তালিকায় নামের সংখ্যার চেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী আমি দেখেছি এবং তারা প্রায় নিয়মিতভাবে আমাদের এই আয়োজনে অংশ নিয়েছেন। আসলে এ ধরণের আয়োজন যে কোন ব্যক্তি, যে কোন সংগঠন, দেশের যে কোন স্থানে নিজের প্রয়াশে আয়োজন করতে পারেন। এর মূল উদ্দেশ্যই হচ্ছে উইকিপিডিয়ানদের একত্র করা এবং আগ্রহী অংশগ্রহণকারীদের মাঝে উইকি সংস্কৃতির প্রচার করা। তাই যে কেঊ পারেন একটি ভাল স্থান এবং সময় দেখে নিয়মিত এ আয়োজন করতে। তাতে উইকিপিডিয়ানদের আমন্ত্রণ জানালে অবশ্যই তারা উপস্থিত থেকে আয়োজন সফল করার চেষ্টা করবেন। আসলে এ মূহুর্তে আমাদের সাধ্যে যা আছে তা দিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি তাই সীমাবদ্ধতা থাকতেই পারে। আসলে এখানেতো সবার সাহায্য সহযোগীতা এবং চেষ্টার সমন্বয় হওয়ার কথা, তাই না? আশা করি একদিন শনিবার আমাদের আয়োজনে এসে আমাদের আরও পরামর্শ দিবেন। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৭, ৭ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

কী হলো?[সম্পাদনা]

এই আড্ডাতে কী হলো? আগের মতোই বিবরণ দিলে ভালো হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২১, ১০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমি এই আড্ডাতে যোগ দিতে পারিনি। সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি। -- মুহাম্মদ ০৫:৪০, ১০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]