উইকিপিডিয়া:টিউটোরিয়াল (উৎস নির্দেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভূমিকা   সম্পাদনা   রূপসম্পাদনা   উইকিপিডিয়া সংযোগ   উৎস নির্দেশ   আলাপ পাতা   মনে রাখবেন   নিবন্ধন   উপসংহার ও আরও তথ্য    

উইকিপিডিয়ার বৃত্তান্তে যেভাবে বলা হয়েছে, “আপনি যদি কোনো নিবন্ধে কোনো তথ্য যোগ করেন তাহলে অবশ্যই তথ্যসূত্র যোগ করবেন, কেননা সূত্রহীন তথ্য যেকোনো সময় সরিয়ে ফেলা হতে পারে।” এ জন্য ইনলাইন সাইটেশন ব্যবহার করাই সবচেয়ে কার্যকর, কারণ এতে অন্য সম্পাদক এবং পাঠকের পক্ষে আপনার যোগ করা তথ্য যাচাই করা সহজ হয়। এছাড়াও, তথ্যসূত্র যেন বিশ্বাসযোগ্য এবং প্রামাণ্য হয় সেটা নিশ্চিত করতে হবে।


পাদটীকা

ইনলাইন সাইটেশন করার সহজতম উপায় হচ্ছে পাদটীকা ব্যবহার করা। আপনি উইকি মার্কআপের সাহায্যে(উইকি গুই এর সম্পাদনা বাক্সের নিচে অবস্থিত) সহজেই পাদটীকা যোগ করতে পারেন। এ জন্য,

  • <ref>আপনার সূত্র</ref> রেফ ট্যাগ আপনার সূত্রের দুদিকে দিয়ে দিন।
  • এবং যদি ইতিমধ্যেই থেকে না থাকে তাহলে ==তথ্যসূত্র== শিরোনামের নিচে {{সূত্রতালিকা}} বা {{Reflist}} বা <references/> ট্যাগ দিয়ে দিন

‘’’আপনার সূত্র যদি কোনো ওয়েবসাইট হয়’’’, তাহলে একটি ‘’’বহিঃসংযোগ’’’ তৈরি করুন। অন্য উইকিপিডিয়া নিবন্ধ কে তথ্যসূত্র হিসাবে ব্যবহার করবেন না

তথ্যসূত্র হিসাবে কোনো বহিঃসংযোগ ব্যবহারের জন্য সেই ওয়েবসাইটের ঠিকানা(URL) স্কয়ার ব্রাকেটের মধ্যে লিখুন এবং রেফ ট্যাগ যুক্ত করুন। যেমন,

  • <ref>[http://www.google.com Google search engine]</ref>

বহিঃসংযোগের সাথে ছোট্ট করে একটি বর্ণনা যুক্ত করা যেতে পারে; যদিও তা বাধ্যতামূলক নয়। তথ্যসূত্র সমূহের তালিকায় এই বহিঃসংযোগ হিসাবে URL এর বদলে এই বর্ণনা প্রদর্শন করা হবে।

বর্ণনা ছাড়াই কোনো ওয়েবসাইটের সূত্র ব্যবহার করতে চাইলে রেফ ট্যাগের মধ্যে শুধু URL টি দিয়ে দিলেই চলবে, যেমন,

  • <ref>http://www.google.com</ref>

বিভিন্ন ধরনের নিবন্ধে, যেমন সংবাদ নিবন্ধে, তথ্যসূত্রের অঙ্গসজ্জার জন্য অনেক টেম্পলেট রয়েছে। দেখুন - উইকিপিডিয়া:উদ্ধৃতি টেমপ্লেট.

বহিঃসংযোগ অনুচ্ছেদ

অনেক উইকিপিডিয়া নিবন্ধেই বহিঃসংযোগ নামক অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদ ব্যবহৃত হয় আলোচ্য নিবন্ধ সংক্রান্ত উল্লেখযোগ্য ও নির্ভরযোগ্য বাইরের কোনো ওয়েবসাইটের ঠিকানা তালিকা বদ্ধ করতে। আবার সব বহিঃসংযোগই উইকিপিডিয়াতে দেয়ার জন্য উপযোগী না, এ বিষয়ক দিক নির্দেশনার জন্য উইকিপিডিয়া:বহিঃসংযোগ পাতাটি দেখুন। কোনো বহিঃসংযোগ দেয়ার ব্যাপারে পরামর্শ হচ্ছে, সংযোগটিকে প্রথমে সেই নিবন্ধের আলাপ পাতায় প্রস্তাব করুন।


আপনি যদি নিবন্ধে পেজ লিঙ্ক হিসেবে কোনো পূর্ণ URL ব্যবহার করতে চান তাহলে, তাহলে সরাসরি টাইপ করে ফেলুন এভাবে:

http://www.google.com

উইকি স্বয়ংক্রিয় ভাবে এই টেক্সটকে লিঙ্ক হিসাবে নিয়ে নেবে(যেমনটা উপরের URL এর বেলায় ঘটেছে) এবং "http://" অংশটি সহ সম্পূর্ণ ওয়েব সাইটের ঠিকানাটি অপরিমার্জিত অবস্থায় প্রদর্শন করবে। সংযোগের এ ধরনের ব্যবহার কে নিরুৎসাহিত করা হয়, কারণ অপরিমার্জিত-URL দেখতে অসুন্দর এবং এর থেকে উক্ত সাইট সম্পর্কে কোনো ধারণাই পাওয়া যায় না।

URL এর পরে একটি স্পেস দিয়ে কোন বাক্যাংশকে একজোড়া স্কয়ার ব্রাকেটের মধ্যে বসিয়ে দিয়ে আপনি টেক্সট হিসাবে লিঙ্কে কি দেখাতে চান তা নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন,

[http://www.google.com গুগল সার্চ ইঞ্জিন]

ব্যবহার করলে লিঙ্কের পরের বাক্যাংশটিই শুধু মাত্র প্রদর্শিত হবে, তখন লিঙ্কটি দেখতে হবে অনেকটা:গুগল সার্চ ইঞ্জিন এমন।

আপনি যা শিখলেন তা খেলাঘরে অনুশীলন করুন
পরবর্তী আলাপ পাতা