উইকিপিডিয়া:উইকিপ্রকল্প অফলাইন সম্পাদনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কম্পিউটার, ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষ যাতে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন সে লক্ষ্যে এ উইকিপ্রকল্প পাতা খোলা হল। যাদের বাংলা লেখার ব্যবস্থার অভাব, বাংলা লিখতে পারেন না, বাংলা লিখতে চান না তারাও এ প্রকল্পের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে পারবেন। প্রকল্পে অফলাইন অংশগ্রহণকারীগণ সরাসরি উইকিপিডিয়ার সাইটে না লিখে কাগজে লিখে তা নির্ধারিত ঠিকানায় পাঠাতে পারবেন। নিবন্ধ কাগজে না পাঠিয়ে কাগজটির স্পষ্ট স্ক্যান, ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিও নির্দিষ্ট ইমেইল ঠিকানায় পাঠাতে পারবেন। যা পরবর্তীতে উইকিপিডিয়ায় এ প্রকল্পে অনলাইন অংশগ্রহণকারীগণ তা ঐ ব্যক্তির নির্ধারিত অ্যাকাউন্ট থেকে পোষ্ট করবেন।

এ পাতার আলাপের পাতায় এ কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হবে, আলোচনার মাধ্যমে ঠিক করা কার্যক্রমের নিয়ম নীতি এ পাতায় লিপিবদ্ধ হবে। দয়া করে আপনার মতামত এবং প্রস্তাবনা আলোচনা পাতায় লিখুন।

প্রাথমিক নিয়মাবলী[সম্পাদনা]

  • প্রকল্পে রেজিষ্ট্রেশন করতে ডাকযোগে, ইমেইল অথবা ফোন এর মাধ্যমে নাম , ঠিকানা এবং উইকিপিডিয়ায় ব্যবহারকারী নাম সহ নির্ধারিত ঠিকানায় যোগাযোগ করতে হবে।
  • প্রথম নিবন্ধ পাঠানোর পরেই উইকিপিডিয়াতে ব্যবহারকারীর নাম তৈরি করা হবে।
  • দ্বিতীয় বার নিবন্ধ পাঠানোর সময় নিবন্ধের সাথে উইকিপিডিয়ার ব্যবহারকারীর নাম উল্লেখ করতে হবে।
  • নিবন্ধ পাঠানোর সময় খেয়াল রাখতে হবে তা যেন লেখা স্পষ্টভাবে বুঝা যায়।
  • ব্যবহারকারী ইচ্ছা অনুযায়ী কমন বা সার্বজনীন অ্যাকাউন্ট দিয়েও নিবন্ধ পোষ্ট করা যাবে।
  • নিবন্ধের সাথে অবশ্যই নির্ভরযোগ্য তথ্যসূত্র বা রেফারেন্স উল্লেখ্য করতে হবে।
  • নিবন্ধের সাথে সম্পর্কিত ছবিও পাঠানো যাবে।
  • উইকিপিডিয়ায় নিবন্ধ আছে এমন নিবন্ধের ক্ষেত্রে যে সকল নতুন তথ্য শুধু করা হবে।
  • উইকিপিডিয়াতে আছে এমন নিবন্ধের কোন তথ্য ভুল থাকলে তা সংশোধন করতে তার নির্ভরযোগ্য তথ্যসূত্র সহ লাইন নাম্বার উল্লেখ করতে হবে।

প্রকল্পে রেজিস্ট্রেশন এবং নিবন্ধ পাঠানোর ঠিকানা[সম্পাদনা]

বাংলাদেশ[সম্পাদনা]

ডাক মারফত[সম্পাদনা]

বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক
জামিল সারওয়ার ট্রাস্ট
২৭৮/৩, এলিফেন্ট রোড (তৃতীয় তলা)
কাটাবন, ঢাকা

Bangladesh Open Source Network
Jamil Sarwar Trust
278/3 Elephant Road (3rd floor),
Katabon, Dhaka

ইমেইল[সম্পাদনা]

banglawiki@bdosn.org

ভারত[সম্পাদনা]

ডাক মারফত[সম্পাদনা]

সারস্বত
অর্ণব দত্ত
ফ্ল্যাট # ৮, ব্লক # আর এ, ওল্ড ডগ রেস কোর্স, বেহালা, কলকাতা -৭০০০৩৮
পশ্চিমবঙ্গ, ভারত

Saraswat
Arnab Dutta
Flat # 8, Bloc # R A, Old Dog Race Course, Behala, Kolkata - 700038
West Bengal, India

ইমেইল[সম্পাদনা]

jonoikobangali@yahoo.com

যেসকল নিবন্ধে কাজ হচ্ছে[সম্পাদনা]

অফলাইন অংশগ্রহণকারীর তালিকা[সম্পাদনা]

ব্যবহারকারীর নাম একাউন্টের নাম
সর্বজনীন (কমন) WOEP

অনলাইন অংশগ্রহণকারীর তালিকা[সম্পাদনা]

  1. বেলায়েত
  2. মহীন রীয়াদ
  3. মুহাম্মদ
  4. অর্ণব দত্ত

প্রকল্পের আওতায় থাকা অন্যান্য কর্মকান্ড[সম্পাদনা]

  • উইকিপিডিয়া অফলাইন অনুবাদ প্রতিযোগীতা
  • উইকিপিডিয়া অফলাইন উন্মুক্ত ফটোগ্রাফী প্রতিযোগীতা