ঈদগড় ইউনিয়ন

স্থানাঙ্ক: ২১°৩৪′৫৪″ উত্তর ৯২°৯′৬″ পূর্ব / ২১.৫৮১৬৭° উত্তর ৯২.১৫১৬৭° পূর্ব / 21.58167; 92.15167
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈদগড়
ইউনিয়ন
১নং ঈদগড় ইউনিয়ন পরিষদ
ঈদগড় চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ঈদগড়
ঈদগড়
ঈদগড় বাংলাদেশ-এ অবস্থিত
ঈদগড়
ঈদগড়
বাংলাদেশে ঈদগড় ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৩৪′৫৪″ উত্তর ৯২°৯′৬″ পূর্ব / ২১.৫৮১৬৭° উত্তর ৯২.১৫১৬৭° পূর্ব / 21.58167; 92.15167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলারামু উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানফিরোজ আহমদ ভুট্টো
আয়তন
 • মোট৫২.০৬ বর্গকিমি (২০.১০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৬৭,০০০
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫২.৭৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ঈদগড় বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।

আয়তন[সম্পাদনা]

ঈদগড় ইউনিয়নের আয়তন ১২,৮৬৫ একর (৫২.০৬ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঈদগড় ইউনিয়নের লোকসংখ্যা ১৯,৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৮১১ জন এবং মহিলা ৯,৫৫৩ জন।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

রামু উপজেলার সর্ব-উত্তরে ঈদগড় ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে গর্জনিয়া ইউনিয়নকক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন, পশ্চিমে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নইসলামাবাদ ইউনিয়ন, উত্তরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নবান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন অবস্থিত।

নামকরণ[সম্পাদনা]

১৭৫৩ সালে মুঘল যুবরাজ শাহ সুজা আরাকানে পালিয়ে যাওয়ার সময় পাহাড় আর বনজঙ্গলে ঘেরা এই জনপদে ঈদের নামাজ আদায়ের সূত্র ধরে তৎকালীন বংশধররা পাহাড়ী এই জনপদের ঈদগড় নামকরণ করেন।[৩]

৫২.০৬ বর্গকিলোমিটার ভূখন্ডটি রামু উপজেলার সর্ব উত্তরের ইউনিয়ন। যুগ যুগ ধরে ভ্রাতৃত্ব, ভালবাসা, ঐক্য আর নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এই জনপদের মানুষের জীবন ও জীবিকা।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

ঈদগড় ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • ছগিরাকাটা
  • হাসনাকাটা
  • ধুমছাকাটা
  • চরপাড়া
  • ঈদগড়
  • বড়বিল
  • পানিস্যাঘোনা
  • বউঘাট
  • করলিয়ামুুুরা
  • বদরমোকাম

[৪]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

ঈদগড় ইউনিয়নের সাক্ষরতার হার ৫২.৭৮%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়

[৫]

মাদ্রাসা

[৬]

• ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা

• চরপাড়া তালিমুল উলুম মাদ্রাসা

প্রাথমিক বিদ্যালয়
  • ঈদগড় করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধুমছাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাসনাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ঈদগড় ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল ঈদগাঁও-ঈদগড় সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]


ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

ঈদগড় ইউনিয়নে ৩৭টি মসজিদ রয়েছে।[২]

ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন।

করলিয়ামুরার বৈদ্যপাড়া গ্রামে রাখাইন সম্প্রদায়ের একটি দৃষ্টিনন্দন বুদ্ধমন্দির রয়েছে।

এছাড়া একটি হিন্দু মন্দিরও রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

ঈদগড় বাজারের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঈদগাঁও নদী[৭](বড়খাল)

এছাড়া রেনুরছড়া খাল ও করলিয়ামুরার পাশ দিয়ে প্রবাহিত গর্জনছড়া নামক খাল রয়েছে।

হাট-বাজার[সম্পাদনা]

ঈদগড় ইউনিয়নের প্রধান হাট-বাজার হল ঈদগড় বাজার।[৮] এতে প্রতি শুক্রবার ও সোমবার বাজার বসে।

ঈদগড় বাজারের পুরাতন নাম ছিল 'পোড়াহাটকলা'।যা বর্তমান ঈদগড় বাজারের অনতিদূরে বদরমোকাম নামক জায়গা অবস্থিত।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • নিরিবিলি প্রজেক্ট
  • সামাজিক নবায়ন এলাকা
  • ছগিরাকাটা বড়ই বাগান
  • ঈদগড় বাজার কেন্দ্রিয় জামে মসজিদ
  • শতবর্ষী গজারি বৃক্ষ ; 'করলিয়ামুরা শাহ সুজা স্টেডিয়ামের পাশে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী গজারি বৃক্ষ'।

[৩]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: ফিরোজ আহমদ ভুট্টো[৯]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রামু উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে ঈদ্গড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  3. "ঈদগড় ইউনিয়নের ইতিহাস - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  4. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  5. "উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  6. "মাদ্রাসা - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  7. "খাল ও নদী - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  9. "ফিরোজ আহাম্মদ ভূট্টো - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"eidgharup.coxsbazar.gov.bd। ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]