ইসমাইল জুবাউরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসমাইল জুবাউরি ইরাকের ইসলামী সেনাবাহিনীর বর্তমান নেতা।[১] আল-জায়িশ আল-ইসলামি ফিল-ইরাক নামে পরিচিত এই সেনাবাহিনীটি ইরাকের অন্যতম প্রধান অভ্যুত্থানকারী দল। এছাড়া জুবাউরি বাগদাদের দক্ষিণে অবস্থিত একটি খ্যাতিমান সুন্নি গোষ্ঠীর সদস্য। তার মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশী সামরিক বাহিনীকে যেভাবেই হোক ইরাক ত্যাগে বাধ্য করা। এজন্য সহিংস কোন পদ্ধতিও তাকে মাঝে মাঝে প্রয়োগ করতে দেখা যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Marines Widen Their Net South of Baghdad (washingtonpost.com)"www.washingtonpost.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]