ইয়োসেফ ম্যাঙ্গেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. ইয়োসেফ ম্যাঙ্গেলা
ইয়োসেফ ম্যাঙ্গেলা ১৯৫৬ সালে
জন্ম নামইয়োসেফ ম্যাঙ্গেলা
ডাকনামAngel of Death (জার্মান: Todesengel)[১]
জন্ম(১৯১১-০৩-১৬)১৬ মার্চ ১৯১১
Günzburg, Bavaria, Germany
মৃত্যু৭ ফেব্রুয়ারি ১৯৭৯(1979-02-07) (বয়স ৬৭)
Bertioga, São Paulo, Brazil
আনুগত্য নাৎসি জার্মানি
সেবা/শাখা Schutzstaffel
কার্যকাল1938–1945
পদমর্যাদা SS-Hauptsturmführer (captain)
সার্ভিস নম্বর
পুরস্কার
দাম্পত্য সঙ্গী
  • Irene Schönbein (বি. ১৯৩৯; বিচ্ছেদ. ১৯৫৪)
  • Martha Mengele (widow of his brother Karl) (বি. ১৯৫৮)
স্বাক্ষর

ড. ইয়োসেফ ম্যাঙ্গেলা ([Dr. Josef Mengele — জার্মান উচ্চারণ: ইয়োসেফ্‌ ম্যাঙ্গেলা] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) (১৬ মার্চ ১৯১১ – ৭ ফেব্রুয়ারি, ১৯৭৯)[২] একজন জার্মান সামরিক কর্মকর্তা এবং নাৎসি বন্দী শিবির অশ্চভিট্‌জ-বিরকেনুর একজন চিকিৎসক। তিনি জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে[৩] এবং ফ্রাংকফুর্ট বিশ্ববিদ্যালয় থেকে ঔষধশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[৪] তিনি মূলত পরিচিত একজন নাৎসি চিকিৎসক হিসেবে, যেখানে তার দায়িত্ব ছিলো আগত বন্দীদের বাছাই করা যে কাদেরকে হত্যা করা হবে আর কাদেরকে দাস হিসেবে খাটানো হবে। এছাড়া বন্দীদের ওপর বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষা চালানোর জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার কর্মস্থলে তিনি "অ্যাঞ্জেল অফ ডেথ" বা "বিউটিফুল ডেভিল" নামে পরিচিত ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Levy 2006, পৃ. 242।
  2. Astor 1985, পৃ. 12।
  3. Posner ও Ware 1986, পৃ. 7।
  4. Kubica 1998, পৃ. 318।

আরো পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]