ইন্টেল হাই ডেফিনেশন অডিও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়েলটেক এএলসি ৮৮২ এইচডি অডিও কোডেক

ইন্টেল হাই ডেফিনেশন অডিও (যাকে এইচডি অডিও বা আজালিয়া নামেও ডাকা হয়) হল একটি সুনিদির্ষ্ট ব্যক্তিগত কম্পিউটারের অডিও উপ-ব্যবস্থা। এটি ইন্টেল কর্তৃক ২০০৪ সালে ছাড়া হয় তাদের এসি'৯৭ পিসি অডিও মানের সফল উত্তরসূরি হিসেবে।[১] এটি তৈরীর সময় এর সাংকেতিক নাম রাখা হয়েছিল "আজালিয়া"।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

এর বৈশিষ্ট্যগুলো হল নিম্নরূপ:[২]

  • ১৫টি পযর্ন্ত ইনপুট এবং আউটপুট স্ট্রীম
  • প্রতি স্ট্রীমে ১৬ পিসিএম পযর্ন্ত অডিও চ্যানেল
  • ৮-৩২ বিটের স্যাম্পল রেজুলশন
  • ৬-১৯২ কিলোহার্টজের স্যাম্পল রেট
  • অডিও কোডেক, মডেম কোডেক এবং বিক্রেতার কর্তৃক নির্ধারিত কোডেক সমর্থন
  • আবিষ্কারযোগ্য কোডেক স্থাপত্য
  • ফাইন-গ্রেইনড কোডেক শক্তি নিয়ন্ত্রণ
  • অডিও জ্যাক লাগানো হয়েছে কিনা তা বোঝার সক্ষমতা ইত্যাদি

২০০৮ সাল অনুযায়ী বেশির ভাগ অডিও হার্ডওয়্যার প্রস্তুতকারকরা এই সব বৈশিষ্ট্য পূর্নভাবে বাস্তবায়ন করেনি বিশেষত ৩২ বিটের স্যাম্পলিং রেজুলশন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Smith, Tony (১৬ এপ্রিল ২০০৪)। "Intel completes hi-def audio spec"The Register। SITUATION PUBLISHING LIMITED। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪ 
  2. "High Definition Audio Specification 1.0a" (পিডিএফ)। Intel Corporation। ২০১০। পৃষ্ঠা 17। 

বহিঃসংযোগ[সম্পাদনা]