ইকবাল আব্দুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইকবাল আব্দুল্লাহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসায়েদ ইকবাল আব্দুল্লাহ
জন্ম (1989-12-02) ২ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
আজমগড়, উত্তর প্রদেশ, ভারত
ব্যাটিংয়ের ধরনবাহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট আর্ম অর্থডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-বর্তমানমুম্বাই
২০০৮-২০১৩কলকাতা নাইট রাইডার্স
২০১৪-বর্তমানরাজস্থান রয়াল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০ এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪১ ২৮ ৩৭
রানের সংখ্যা ৭৮ ৮৬৪ ৩৫১
ব্যাটিং গড় ১৯.৫০ ৩৪.৫৬ ১৮.৪৭
১০০/৫০ ০/০ ১/৬ ০/০
সর্বোচ্চ রান ২১ ১৫০* ৩০*
বল করেছে ৮৩২ ৫,৯১৯ ১৮৬৪
উইকেট ৪০ ৮৮ ৬৪
বোলিং গড় ২১.৬৭ ২৯.৫৬ ২০.৭০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৫/১০ ৫/২৫ ৫/৩৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১২/– ১৫/– ১৪/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১০ অক্টোবর ২০১১

সায়েদ ইকবাল আব্দুল্লাহ (ইংরেজি: Sayed Iqbal Abdulla) (জন্ম ২ ডিসেম্বর ১৯৮৯) হলেন একজন ভারতীয় ক্রিকেটার।[১] ইকবাল অর্থডক্স স্পিন বল করে থাকেন এবং বাহাতি লো অর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করে থাকেন। তিনি মুম্বাই ক্রিকেট দলের হয়ে রনজি ট্রফি খেলে থাকেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট প্রতিযোগিতায় রাজস্থান রয়াল দলের হয়ে খেলছেন। এর পূর্বে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

তিনি সাধারণত ইন্ডিয়া এ, ইন্ডিয়া গ্রীণ, ইন দ্যা চ্যালেঞ্জে ট্রফি, ভারত অনূর্ধ্ব-১৯, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই দলের হয়ে খেলে থাকেন।[২] তিনি মুম্বাই ক্লাব সার্কিট এর একজন নিয়মিত খেলোয়াড়। আব্দুল্লাহ ২০১০-১১ মৌসুমের মুম্বাই এর সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক ছিলে, তিনি মোট ২৭টি উইকেট নেন ২২.১১ গড়ে।[৩] তিনি একজন প্রতিভাবান লো অর্ডার ব্যাটসম্যান ও একজন অসাধারণ ফিল্ডারও বটে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ[সম্পাদনা]

২০১১ সালের আইপিএল মৌসুমে আব্দুল্রাহ দুইবার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও তিনি "নতুন তরুন উদীয়মান" পুরস্কার লাভ করেন। তিনি ২০১১ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ইমার্জিং প্লেয়াড় টুর্ণামেন্টে চলাকালে ভারতের হয়ে ম্যান ম্যান অস্ট্রেলিয়া পুরস্কার জিতে নেন।[৪] ২০১২ সালে থেকে আব্দুল্লাহ তার দল কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে ৫ বছর খেলা মনোনীত প্রথম কোন খেলোয়াড়। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.espncricinfo.com/ci/content/player/277237.html
  2. http://www.espncricinfo.com/challenger-trophy-2011/content/squad/534337.html
  3. http://www.espncricinfo.com/indian-premier-league-2011/content/story/496507.html
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮