ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্থানাঙ্ক: ২৩°৪৭′৫৩″ উত্তর ৯০°২৬′৫৯″ পূর্ব / ২৩.৭৯৮০৩৮° উত্তর ৯০.৪৪৯৮৪২° পূর্ব / 23.798038; 90.449842
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
নীতিবাক্যশ্রেষ্ঠত্বের জন্য অনুসন্ধান
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়,
স্থাপিত২০০৩
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
অবস্থান,
২৩°৪৭′৫৩″ উত্তর ৯০°২৬′৫৯″ পূর্ব / ২৩.৭৯৮০৩৮° উত্তর ৯০.৪৪৯৮৪২° পূর্ব / 23.798038; 90.449842
শিক্ষাঙ্গনইউনাইটেড সিটি, মাদানি এভিনিউ, বাড্ডা, ঢাকা-১২১২,বাংলাদেশ
সংক্ষিপ্ত নামUIU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ওয়েবসাইটuiu.ac.bd
Map

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সংক্ষেপে ‌ ইউ আই ইউ) বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গবেষণার জন্য ১ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে ২০১৬ সালে।[১]

ইতিহাস[সম্পাদনা]

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ ২০০৩ সালে UIU প্রতিষ্ঠা করে । দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র হিসেবে পরিণত করা উদ্যোক্তাদের লক্ষ্য। ইউনাইটেড গ্রুপ এর ২২টি সহযোগী প্রকল্পের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম।

উপাচার্য[সম্পাদনা]

নিম্নোক্ত ব্যক্তিবর্গ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

ক্যাম্পাস[সম্পাদনা]

ঢাকাতে বাড্ডার সাতারকুলে এর ক্যাম্পাস অবস্থিত। মার্কিন দূতাবাসের ২ কিমি পূর্বে ইউনাইটেড সিটিতে এর অবস্থান । ইউআইইউ প্রধান ক্যাম্পাসটি একটি সুসংহত পরিকাঠামো এবং সহানুভূতিশীল পরিবেশে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রায় ২৫ বিঘা জমির উপর ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত এবং এতে ফুটবল মাঠ রয়েছে । ১২ তলা বিশিষ্ট ১,০০,০০০ বর্গ ফিট ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া UIU-তে রয়েছে আইটি এবং কম্পিউটার ল্যাব, ভাষা ল্যাব, বিভিন্ন প্রকৌশল ল্যাব, ক্যাফেটেরিয়া এবং অন্যান্য সুবিধাদি ।

অনুষদ, প্রতিষ্ঠান ও বিভাগসমূহ[সম্পাদনা]

এই বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত অনুষদ এবং বিভাগ আছে :

প্রকৌশল অনুষদ:

  • তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ (EEE)
  • কমপিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
  • পুরকৌশল প্রকৌশল বিভাগ (CE)

ব্যবসা অনুষদ ও অর্থনীতি অনুষদ:

  • বিজনেস স্কুল

অর্থনীতি:

অন্যান্য

  • সিসকো নেটওয়াকিং একাডেমী (Cisco Network Academy)

স্নাতকোত্তর প্রোগ্রাম[সম্পাদনা]

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিজ্ঞান মাস্টার
  • যোগাযোগ প্রকৌশল মধ্যে বিজ্ঞান মাস্টার
  • ব্যবসায় প্রশাসন মাস্টার
  • এক্সিকিউটিভ এমবিএ
  • অর্থনীতিতে বিজ্ঞান মাস্টার
  • ডেভেলপমেন্ট স্টাডিজ মাস্টার

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ল্যাবরেটরি[সম্পাদনা]

  • ইলেক্ট্রনিক্স
  • ইলেক্ট্রনিক ওয়ার্কশপ
  • ডিজিটাল ইলেক্ট্রনিক্স
  • শিল্পকৌশল ইলেকট্রনিক্স
  • রেডিও ও টেলিভিশন ইঞ্জিনিয়ারিং
  • মাইক্রোওয়েভ এবং টেলিযোগাযোগ
  • ভিএলএসআই ল্যাব
  • পরিমাপ এবং যন্ত্রাদি
  • কন্ট্রোল, মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার সিস্টেম
  • ইলেকট্রনিক্স ল্যাব
  • বৈদ্যুতিক সার্কিট ল্যাব -১
  • বৈদ্যুতিক সার্কিট ল্যাব -২
  • সিমুলেশন ল্যাব
  • কন্ট্রোল ল্যাব
  • মাইক্রোওয়েভ ও অপটিকাল যোগাযোগ ল্যাব
  • টেলিকম ল্যাব
  • মেশিন ল্যাব
  • পাওয়ার সিস্টেম ল্যাব
  • ডিজিটাল এবং মাইক্রোপ্রসেসর ল্যাব

কম্পিউটার ল্যাবরেটরি[সম্পাদনা]

  • সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি
  • নেটওয়ার্ক ল্যাবরেটরি
  • মাল্টিমিডিয়া ল্যাবরেটরি
  • হার্ডওয়্যার ল্যাবরেটরি

গবেষণা কেন্দ্র[সম্পাদনা]

  • শক্তি পুনর্নবীকরণযোগ্য কেন্দ্র
  • বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন্দ্র

সমাবর্তন[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত ২টি সমাবর্তনে ১১৫৮ জন স্নাতক ডিগ্রি লাভ করেছে

  • ১ম সমাবর্তনঃ স্নাতক সংখ্যা ৪৮৯ [অক্টোবর ২৮,২০১০
  • ২য় সমাবর্তনঃ স্নাতক সংখ্যা ৬৬৯ [ফেব্রুয়ারি ১৩, ২০১৩]

গবেষণা[সম্পাদনা]

গবেষণার জন্য ১ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে ২০১৬ সালে ।[৩] শিক্ষা, গবেষণা, আধুনিক যোগাযোগ প্রযুক্তি, জলবায়ু ও পরিবেশ, টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন খাতে নির্বাচিত ১৫ জনকে ইউআইইউ রিসার্চ গ্র্যান্ট এবং ২২ জনকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে গবেষণার জন্য স্বীকৃতি ও প্রশংসাপত্র দেয়ার ব্যবস্থা করা হয়। ইউআইইউ এর সম্মানিত শিক্ষকরা যেকোনো গবেষণার জন্য সর্বচ্চো ১২ লাখ টাকা অনুদান পেতে পারেন । সময়কাল হবে ১-২ বছর । প্রথমবার ১৫ জন্য শিক্ষককে গবেষণা তহবিল থেকে অর্থ প্রদান করা হয় ।

স্কলারশীপ ,বৃত্তি এবং ওয়েভার[সম্পাদনা]

প্রতি সেমিস্টার এ ২০% ছাত্রছাত্রী ২০-১০০ ভাগ টিউশন ফি ওয়েভার পায় , পূর্বের একাডেমিক ফলাফল এবং সর্বশেষ সেমিস্টার এর ফলাফলের উপর ভিত্তি করে । UIU ২০১৫ সালে ১১কোটি টাকা স্কলারশীপ দেয় একাই , যা ঐ বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ । UIU ২০১৬ সালের সামার সেমিস্টার থেকে প্রতি সেমিস্টার এর স্কলারশীপ ফলাফল প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে ।

সহ - শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

  • ইউআইইউ ব্যবসা ক্লাব (ইউআইইউবিসি)
  • ইউআইইউ সংস্কৃতি ক্লাব (ইউআইইউসিসি)
  • ইউআইইউ বিতর্ক ক্লাব (ইউআইইউডিসি)
  • ইউআইইউ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ক্লাব (ইউআইইউ ইইসি)

ইউআইইউ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ক্লাব (ইউআইইউ ইইসি) ফেব্রুয়ারি, ২০১৩ থেকে [৪] ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র প্রথম প্রকৌশল বিষয়ক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে । সংগঠনটির মূলমন্ত্র হচ্ছে, "Innovation and Excellence to Asymptote" । সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত । [৫] সংগঠনটি নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ, কলকারখানা ও বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন, প্রকৌশল বিষয়ক প্রকল্প প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মকাণ্ডের আয়োজন করে । এছাড়াও সংগঠনটি ২০১৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা 'টেক কোয়েস্ট' আয়োজন করে আসছে । [৬]

সংগঠনটির প্রাক্তন সদস্যবৃন্দ বর্তমানে ঢাকা ওয়াসা, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, তোশিবা, এনার্জিপ্যাক, সুপার স্টার গ্রুপ বাংলাদেশ, ডোরিন গ্রুপ, উল্কাসেমি লিমিটেড, সোলারল্যান্ড বাংলাদেশ কোঃ লিঃ, সেন্টার ফর এনার্জি রিসার্চ, স্কিউব টেকনোলজিস লিঃ, ইস্ট কোস্ট গ্রুপ, সিম্পা সোলার পাওয়ার লিঃ, সিনকোস অটোমেশন টেকনোলজিস লিঃ, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিঃ সহ আরও বিভিন্ন সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন । এছাড়াও ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান কানপুর, ভারত কর্তৃক অনুষ্ঠিত টেক ক্রিটি ২০১৮ তে রোবো ওয়ার প্রতিযোগিতার বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে সংগঠনটি প্রথম স্থান অধিকার করে ।

  • ইউআইইউ ফটোগ্রাফি ক্লাব (ইউআইইউপিসি)
  • ইউআইইউ সোশ্যাল সার্ভিস ক্লাব (ইউআইইউএসসি)
  • ইউআইইউ ক্রীড়া ক্লাব (ইউআইইউএসসি)
  • ইউআইইউ থিয়েটার এবং চলচ্চিত্র ক্লাব (ইউআইইউটি এবং এফসি)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২ 
  2. "ইউআইইউ'র নতুন ভিসি অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান"বাংলা ট্রিবিউন। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  5. https://www.thedailystar.net/supplements/private-universities-roll-skill-development/news/how-versatile-clubs-are-making-difference-private-universities-1653538
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]