আলাপ:হাসান আজিজুল হক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প রাজশাহী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজশাহীর অংশ, যা উইকিপিডিয়ায় রাজশাহী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প সাহিত্য
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সাহিত্যের অংশ, যা উইকিপিডিয়ায় সাহিত্য সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

হাসান ভাইয়ের ফটোটি পরিবর্তন করা দরকার। বর্তমান ফটোতে তাঁর মুখাবয়ব জুড়ে অন্ধকার, কালিমা। অন্য দিকে তিনি সদা হস্যোজ্জ্বল মানুষ। তাঁর ভাল ফটোর অভাব নেই। আমার কাছেই শ দুই আছে; খুঁজে পাচ্ছি না। কারও কাছে থাকলে অনুগ্রহপূর্বক বদলে দিন। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৩:৩৪, ২৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Faizul Latif Chowdhury: আপনার তোলা C:File:Hasan Azizul Huq 2015.jpg এই চিত্রটি যোগ করে দিলাম। ঠিক আছে কিনা দেখুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:২৮, ২৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক ধন্যবাদ। খুব হাসিখুশী মানুষ। খুব রগড় কথা বলেন। ছাদ ফাটিয়ে হাসেন। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:২১, ২৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র বনাম পাদটীকা[সম্পাদনা]

তথ্যসূত্র এবং পাদটীকা এ নিবন্ধে একসূত্রে দেয়া। পাদটীকাগুলো পৃথক করা দরকার। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৫:১১, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]