আলাপ:হাকালুকি হাওর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

টেবিল ঝামেলা (জটিল টেবিল) সহায়তা দরকার[সম্পাদনা]

একটা ঝামেলাজনক টেবিল বানানো দরকার। দেখি, একটা টেবিল বানানোর চেষ্টা করি:

উদ্ভিদের ধরণ বৈজ্ঞানিক নাম স্থানীয় নাম
Hydrilla verticillata কুরেলি, ঝাঁঝি
সর্বদা পানিতে নিমজ্জিত উদ্ভিদ Potamogeton crispus জলপিপুল
Najus SP. শেওলাঘাস

হচ্ছে না!

টেবিলটা হবে এরকম:
"উদ্ভিদের ধরণ" কলামে থাকবে সর্বমোট ৭টা সারি।
যার ১ম সারির জন্য "বৈজ্ঞানিক নাম" কলামে থাকবে ৫টা সারি এবং "স্থানীয় নাম" কলামেও ৫টা সারি।
"উদ্ভিদের ধরণ" কলামের ২য় সারির জন্য "বৈজ্ঞানিক নাম" কলামে থাকবে ৪টা সারি এবং "স্থানীয় নাম" কলামেও ৪টা সারি।
"উদ্ভিদের ধরণ" কলামের ৩য় সারির জন্য "বৈজ্ঞানিক নাম" কলামে থাকবে ৭টা সারি এবং "স্থানীয় নাম" কলামেও অনুরূপ ৭টা সারি।
"উদ্ভিদের ধরণ" কলামের ৪র্থ সারির জন্য "বৈজ্ঞানিক নাম" কলামে থাকবে ১২টা সারি এবং "স্থানীয় নাম" কলামেও ১২টা সারি।
"উদ্ভিদের ধরণ" কলামের ৫ম সারির জন্য "বৈজ্ঞানিক নাম" কলামে থাকবে ৬টা সারি এবং "স্থানীয় নাম" কলামেও ৬টা সারি।
"উদ্ভিদের ধরণ" কলামের ৬ষ্ঠ সারির জন্য "বৈজ্ঞানিক নাম" কলামে থাকবে ৬টা সারি এবং "স্থানীয় নাম" কলামেও ৬টা সারি।
"উদ্ভিদের ধরণ" কলামের ৭ম সারির জন্য "বৈজ্ঞানিক নাম" কলামে থাকবে ২১টা সারি এবং "স্থানীয় নাম" কলামেও ২১টা সারি।

এই জটিল টেবিলটা কি কেউ তৈরি করে দিবেন? আমি টেক্সট বসিয়ে নিবো। আমার কাছে গ্রহণযোগ্য তথ্যসূত্র আছে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:৩৫, ১ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিটা কলামে এতোগুলো করে রো দিলে তার প্রশস্ততা অনেক বৃদ্ধি পাবে, যা দেখতে বাজে লাগতে পারে (যেমন ৭ম সারিতে ২১টা করে)। তার চেয়ে আমার পরামর্শ হবে প্রতিটা ধরন এক একটা তৃতীয় বা চতুর্থ শিরোনামের আওতায় লেখা হোক। — তানভিরআলাপ০৫:৫৪, ১ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
তানভির ভাই, কথাটা বুঝলাম না। আপনি কি সংক্ষিপ্ত করে লিখতে বলছেন? কম করে লিখতে বলছেন? নাকি ফর্মেট বদলে নিতে বলছেন? ফর্মেট বদলালে সেটা কীরকম হবে দেখতে?... আসলে বুঝতে পারছি না কিছুই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৭, ১ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]