আলাপ:সৌরজগৎ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনামের ইংরেজি বানান যুক্ত করার আবশ্যকতা প্রসঙ্গে মতামত আহ্বান[সম্পাদনা]

এই নিবন্ধের প্রথম লাইনে শিরোনামের ইংরেজি বানান যুক্ত করা আবশ্যক কী? আমার মনে হয়, জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত কিছু কিছু নিবন্ধের ক্ষেত্রে (যেমন, গ্রহের নাম বা ধূমকেতুর নাম যেখানে বাংলা ও ইংরেজি নাম আলাদা অথবা বাংলা নামটি ইংরেজি নামের অনুবাদ বা প্রতিলিপি) প্রয়োজন। কিন্তু সৌরজগৎ নামটির ইংরেজি নামটি রাখা অপ্রয়োজনীয়। এই বিষয়ে অন্যান্য সম্পাদক/প্রশাসকদের মতামত আহ্বান করছি। --অর্ণব দত্ত (আলাপ) ১৮:০১, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Jonoikobangali: আপনার সাথে একমত এবং এই রকম ইংরেজি পেলে মুছে দিবেন, আলোচনার প্রয়োজনই নেই। বাংলা উইকি বাংলা থেকে ইংরেজি শব্দ শেখার অভিধান নয়, শিরোনামের ইংরেজি বানানের দরকার নেই। যেমনটা বললেন কিছু দরকারী ক্ষেত্র ছাড়া দরকার নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৯, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ধন্যবাদ। তাহলে সেইভাবেই নিবন্ধটির কাজে এগোচ্ছি। --অর্ণব দত্ত (আলাপ) ১০:৫৫, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]