আলাপ:সুফিবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প সুফিবাদ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সুফিবাদের অংশ, যা উইকিপিডিয়ায় সুফিবাদ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

এই নিবন্ধের শিরনাম সুফিবাদ না সূফী দর্শন হওয়া উচিত? আপনারা বলুন। নাকি দুটি ভিন্ন হতে পারে? একত্রিকরণ তারপর করা যেতে পারে। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৩৭, ১৭ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

নাম যা-ই রাখা হোক না কেন, দুটো নিবন্ধ রাখার দরকার নেই। merge করতে হবে। সুফিবাদ, সুফি দর্শন, যেকোন একটা নাম হলেই চলে। তবে "সূফী" নয়, বিদেশী নাম যেহেতু, সেহেতু হ্রস্ব ই-কার আর হ্রস্ব উ-কার-ওয়ালা "সুফি" রাখতে হবে। আপনি চাইলে হয় সুফিবাদ অথবা সুফি দর্শন-এ নিবন্ধ দুটোকে মার্জ করে নিন। বাকি শিরোনামগুলি থেকে যাতে রিডিরেক্ট হয়, সেটাও নিশ্চিত করুন। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:৩৬, ১৭ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]