আলাপ:সারায়েভো

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

@ম.ও. ফারুক: নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অভিনন্দন! আপনি এই নিবন্ধ পর্যালোচনার জন্য জমা দিয়েছেন। কিন্তু এই নিবন্ধের প্রায় পুরোটা জুড়েই যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। অনুগ্রহ করে আগামী ৩ দিনের মধ্যে অনুবাদ সংশোধন করে একটি ভালো অবস্থায় আনুন যাতে সহজে সবকিছু বোধগম্য হয়। প্রয়োজনে ভাবানুবাদও করতে পারেন। কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আর অনুবাদ শেষ হলে এখানে বার্তা দিয়ে রাখতে পারেন, নতুন করে আর জমা দিতে হবে না। মাসুম-আল-হাসান (আলাপ) ১৮:৩৩, ১৪ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, সংশোধন করেছি, দেখুন। আরো কিছু করতে হলে জানাবেন। ম.ও. ফারুক (আলাপ) ০৬:০২, ২৩ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@ম.ও. ফারুক: সংশোধনের ইতিহাস তো বলছে না যে আপনি ৯ এপ্রিলের পরে কোন সংশোধন করেছেন!--মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:৫০, ২৩ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
দুঃখিত, আমার সংশোধন কেন সংযুক্ত হলোনা, হয়ত কোথাও ভুল হয়েছে। আমি আবার করে দেব, ৩/৪ লাগতে পারে, যেহেতু আবহাওয়া খারাপ, প্রায়ই বিদ্যুত থাকেনা। ম.ও. ফারুক (আলাপ) ০৯:০৭, ২৪ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@ম.ও. ফারুক: আপনি এখনো সংশোধনের কাজ শুরু করেননি দেখতে পাচ্ছি। আমরা একদম ফলাফল ঘোষণার দ্বারপ্রান্তে, বিধায় আপনাকে আর সময় দেয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:১৩, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
একটা নিবন্ধ অনুবাদ করতে অনেক সময় লাগে। ১৪ মের পরে সংশোধন করলাম, যখন আমার কোড দিয়ে প্রবেশ করি, তখন সংশোধিত নিবন্ধ দেখা যেত। কিন্তু বেড়িয়ে এসে মূল উইকিপিডিয়া পেজে প্রবেশ করলে দেখা যেতনা, এর কারণ কি? তবু আমি হতাশ নই, তবে ভবিষ্যতের জন্য ভালভাবে কাজ করতে আপনাদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ চাই। আশা করি নিরাশ করবেন না। ম.ও. ফারুক (আলাপ) ২৩:৫২, ২৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]