আলাপ:সামাজিকীকরণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেখার স্টাইল দেখে মনে হচ্ছে কোন বই থেকে কপি করা। কোন বই বা ওয়েবসাইট থেকে হুবুহু কপি করে কোন লেখা উইকিপেডিয়াতে দেওয়া যাবে না।--বেলায়েত ২০:২৩, ১৭ মে ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখজনক[সম্পাদনা]

প্রায় ৬ বছর ধরে এই নিবন্ধটির এই করুন দশা। বাংলা উইকিপিডিয়ার কি কোনোদিনই উন্নতি হবে না? নিবন্ধটির উন্নয়ন না করুক, অন্তত এই নিম্মমানের লেখাগুলি (প্রশ্ন-উত্তর!!) মুছে দেয়ার মত কোনো মানুষও কি নেই? বাংলা উইকিপিডিয়ায় আজকাল অনেক নতুন এডিটর দেখতে পাই, কিন্তু ভালো নিবিন্ধ তৈরির দিকে কারোই আগ্রহ নেই। সেই ২০১৫ তে উউকিপিডিয়া সম্পাদনা থেকে অবসর নিয়েছি, অনেক দিন পর আজকে দুটো নিবন্ধ পড়ার উদ্দেশ্যে ওপেন করলাম করলাম (শামসুর রহমানের রচনাবলি এবং সামাজিকীকরণ) , দুটোরই বেহাল দশা। খুব খারাপ লাগলো দেখে।