আলাপ:ল্যাপটপ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:ল্যাপটপ কম্পিউটার থেকে পুনর্নির্দেশিত)
ভালো নিবন্ধ ল্যাপটপ প্রকৌশল এবং প্রযুক্তিবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
জুলাই ২৭, ২০২১ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

পূর্ব সম্পাদনা[সম্পাদনা]

আগের সম্পাদনার লিখাটি এখানে রাখলাম। খুব ছোট হওয়ায় আমি সম্পূর্ন কেটে রাখলাম।

আইবিএম এর থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ কম্পিউটার

ল্যাপটপ কম্পিউটার হল কম্পিউটারের বহনযোগ্য সংস্করণ, যা কোলের উপর রেখে কাজ করা যায়। বহনযোগ্যতার কারণে বর্তমানে ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। {{অসম্পূর্ণ}}

বিষয়শ্রেণী:কম্পিউটার

পরবর্তী কার্য তালিকা

  • পাতায় লিংক যোগ করা [[]]
  • কিছু ইংরেজির সঠিক বাংলা খুজে পাওয়া যায়নি। অনুরোধ রইল, পাওয়া গেলে যোগ করুন।
  • কোথাও কোথাও ইংরেজি সরাসরি বাংলা করা হয়েছে। শুদ্ধ না হলে সঠিক অর্থে বাংলা বা প্রচলিত বাংলা যোগ করার অনুরোধ রইল।
  • কম্পিউটার টার্মের কতকগুলো বাংলা করা হয়েছে। উপরোক্ত একই অনুরোধ এখানেও।
  • আরো তথ্য সূত্র পেলে যোগ করা।
  • ক্যাটাগরীটা সমৃদ্ধ করা।
  • খুব দ্রুত ভাষান্তর করতে গিয়ে অনেক ভুল থাকতে পারে। সংশোধন আহবান করছি।
  • বানানও ভুল থাকতে পারে। সংশোধনের আহবান করছি।

‌‌‍‍‍উজ্জ্বল (আলাপ) ১৬:০৯, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:ল্যাপটপ কম্পিউটার/ভালো নিবন্ধ২ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Ruhan (আলাপ · অবদান) ১৬:৫২, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
    —RuHan [ Talk ] ১৬:৫৩, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতার জন্য সারাংশ[সম্পাদনা]

ল্যাপটপ হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা দেখতে ঝিনুক আকৃতির এবং ভ্রমণ উপযোগী। ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে তা মানা হয় না। ল্যাপটপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কর্মক্ষেত্রে, শিক্ষায় এবং ব্যক্তিগত বিনোদনের কাজে। একটি ল্যাপটপ কম্পিউটারে ডেস্কটপ কম্পিউটারের সমস্ত উপাদান এবং সকল ইনপুটগুলোকে একত্রিত করা হয়, যেখানে শুধুমাত্র একটি যন্ত্রে মনিটর, স্পিকার, কিবোর্ড এবং টাচপ্যাড বা ট্র্যাকপ্যাড থাকে। বর্তমানের বেশিরভাগ ল্যাপটপের সঙ্গেই থাকে ওয়েবক্যাম এবং মাইক্রোফোন। ব্যাটারি অথবা এসি এডাপ্টারের মাধ্যমে বিদ্যুতের সরাসরি সংযোগের মাধ্যমে ল্যাপটপ চালানো যায়। ল্যাপটপের মডেল, প্রকারভেদ ও উৎপাদনের উপর হার্ডওয়্যারের ভিন্নতা লক্ষ্য করা যায়। বহনযোগ্য কম্পিউটারগুলোকে পূর্বে ছোট একক বাজার হিসেবে গন্য করা হত এবং এগুলো বিশেষ ধরনের প্রায়োগিক কাজে ব্যবহার করা হত যেমন সৈনিকদের কাজে, হিসাববিজ্ঞানের কাজে, বিক্রয় প্রতিনিধিদের প্রয়োজনে ইত্যাদি। এগুলো পরে আধুনিক ল্যাপটপে পরিণত হয়। এগুলো আকারে আরও ছোট, পাতলা, সস্তা, হালকা এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন হতে থাকে ফলে বহুমুখী কাজে এদের ব্যবহার বৃদ্ধি পায়। (বাকি অংশ পড়ুন...)