আলাপ:লিঙ্গভিত্তিক গর্ভপাত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ultrasound = শব্দেতর না শব্দোত্তর ?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৪২, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

Big mistake. ultrasound = শব্দোত্তর; thanks SaptarshiDa.... — তানভির আলাপ অবদান ১৭:৫৫, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

শির:নাম বিভ্রাট[সম্পাদনা]

ইংরেজি ভাষাযর Sex-selective abortion-এর বাংলা হিসাবে "লিঙ্গ নির্ধারণী গর্ভপাত" সঠিক মনে হচ্ছে না। কেননা এক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের জন্য গর্ভপাত ঘটানো হচ্ছে না। "লিঙ্গ নিয়ন্ত্রণী গর্ভপাত" ব্যবহার করা যায়? "লিঙ্গ-শিকারী গর্ভপাত" হয়তো সঠিক অর্থের দ্যোতনা দেয়। উপযুক্ততর পরিভাষা উদ্ভাবন করতে হবে। তবে "লিঙ্গ নির্ধারণী গর্ভপাত" রাখা যাবে না। -- Faizul Latif Chowdhury (talk) ১৮:১১, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমার যা মনে হয়, নামটা আসলে ঐ অর্থে নয়, কারণ লিঙ্গ নিয়ন্ত্রণের জন্য এই গর্ভপাত হয় না, বরং লিঙ্গ নির্ধারণের পর তা মনোঃপুত না হলে, অর্থাৎ ভ্রূণ পুরুষ না হলে এ গর্ভপাত হচ্ছে। সেদিক দিয়ে আমার মতে লিঙ্গ নির্ধারণী গর্ভপাতই সঠিক। — তানভির আলাপ অবদান ১৮:১৫, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
লিঙ্গ নিয়ন্ত্রণই উদ্দেশ্য ; তবে আমার বা অন্য কোন অবদানকারীর নয়, বরং সামগ্রিক জনসংখ্যার: দেশের, সমাজের বা পরিবারের। প্রধানত: স্ত্রী-লিঙ্গই এমতরূপ গর্ভপাতের শিকার। ঠিক কি-না? অর্ণব বাবুর মতামতও আশা করি। -- Faizul Latif Chowdhury (talk) ১৮:২৪, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমি ফয়জুল ভাইয়ের সাথে একমত। লিঙ্গ নির্ধারণ করা যায় কোনো ব্যক্তির, কিন্তু কোনো পরিবারে, সমাজে, দেশে লিঙ্গ নিয়ন্ত্রণের জন্যেই এটি করা হয়, পরিবারের, সমাজের এবং দেশের লিঙ্গ নির্ধারণ করা যায় না। তাই ফয়জুল ভাইয়ের যুক্তির সাথে একমত পোষণ করে নিবন্ধটি "লিঙ্গ নিয়ন্ত্রণী গর্ভপাত" হওয়া উচিত বলে মনে করি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩০, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
পরিবার এবং সমাজে এই পদ্ধতিটি প্রচলিত, এটা দ্বারা পরিবার বা সমাজের লিঙ্গ নির্ধারণ করা হয় না। এখন ধরে নিলাম এটা লিঙ্গ নিয়ন্ত্রণী গর্ভপাত। কিন্তু এটা কী লিঙ্গ নিয়ন্ত্রণের জন্য হয়? অর্থাৎ, ছেলে-মেয়ে অনুপাত নিয়ন্ত্রণের জন্য? নিশ্চয়ই তা নয়। বরং এটি হয় ভবিষ্যৎ শিশু লিঙ্গ নির্ধারণপূর্বক। হ্যাঁ, এটা বলা যায় যে, এর দ্বারা নির্দিষ্ট লিঙ্গের শিশুর জন্ম বা গর্ভপাত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। অর্থাৎ, লিঙ্গ নির্ধারিত হলে এবং তা মন মতো না হলে গর্ভপাত হচ্ছে। কিন্তু তা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করার পরেই। আর এ ব্যাপারটিকেই ফোকাস করছে নিবন্ধটি তাই এটির নাম লিঙ্গ নির্ধারণী গর্ভপাত। তাছাড়া ইংরেজি selective = নিয়ন্ত্রণ বা control বোঝায় না। — তানভির আলাপ অবদান ১৯:১২, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
মানুষতো আর লিঙ্গ নির্ধারণ করতে পারে না। লিঙ্গ তো খোদাই নির্ধারণ করে দেন। এখন ঐ লিঙ্গের কাউকে জন্ম নিতে দেওয়া হবে কি না সেটাই এখানে তো নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্ধারণ করার ক্ষমতা তো আর মানুষের হাতে নাই। এমন তো নয় যে মেয়ে পেটে থাকলে তাকে তো আর এ পদ্ধতিতে ছেলে করে দেওয়া হচ্ছে না। বরং মেয়ে জন্ম নিতে না পারে সেটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর কিভাবে বোঝাবো? বোঝানোর সব রাস্তা শেষ হয়ে আসছে। :(--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৪০, ৩০ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি পয়েন্টটা মিস করেছেন। আপনি যে ব্যাপারটা বলছেন, তার সাথে আমিও একমত। ভবিষ্যত লিঙ্গ আমরা নির্ধারণ করি না। কিন্তু এখানে মূল পয়েন্টটা বিবেচনায় আনুন। মূল পয়েন্ট হচ্ছে গর্ভপাত, এবং সেটা হয় লিঙ্গ নির্ধারণের পর, তাই নয় কি? মেয়ে যেনো জন্ম নিতে না পারে সেটাই কী সবসময় নিয়ন্ত্রণ করা হচ্ছে? ব্যাপারটা কিন্তু সংস্কার সম্পর্কিত। আপনি চিন্তা করে দেখুন; কিছু সংষ্কার আছে, যেমন প্রথম সন্তান ছেলে হওয়া। এখন প্রথম সন্তান ছেলে বানানোর জন্য মেয়ে ভ্রূণের গর্ভপাত হতে পারে। আবার কয়েকটা মেয়ের পর ছেলের আশায়ও বার বার গর্ভপাত হতে পারে। সো উদ্দেশ্য হচ্ছে ছেলে হওয়ানো। মেয়ে বা ছেলে কোনোটার জন্ম নিয়ন্ত্রণ করাই এখানে উদ্দেশ্য নয়। আদতেই তাই নিয়ন্ত্রণ কথাটা এখানে খাটে না বলে মনে করি। আর "লিঙ্গ নির্ধারণী" কথাটা আপনি আক্ষরিক অর্থে নিয়েছেন, কিন্তু ঐ দুটো শব্দ নয়, বরং তিনটা শব্দ মিলেই একটা নির্দিষ্ট অর্থ তৈরি হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। — তানভির আলাপ অবদান ০৮:৫৭, ৩০ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

সোজা ভাষায় লিঙ্গ নির্ধারণ করার পরই গর্ভপাতটি হয়, তাই এটি লিঙ্গ নির্ধারণী গর্ভপাত। — তানভির আলাপ অবদান ০৯:০৭, ৩০ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
লিঙ্গ-বৈষাম্যকারী গর্ভপাত করলে কেমন হয়? আল্ট্রাসাউণ্ড করে ছেলের চিহ্ন অর্থাৎ টেস্টিস দেখতে পেলে গর্ভপাত করা হয় না, কিন্তু ছেলে মনে না হলে করা হয়। অর্থাৎ ছেলে বা মেয়ে এই দুই লিঙ্গের প্রতি বিষম ব্যবহার করে এই ধরণের গর্ভতার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জন সংখ্যা নিয়ন্ত্রণের জন্য তো নয়ই, এমন কি জনতার মধ্যে ছেলে বাড়াবার জন্যও নয়, নিজের পরিবারে মেয়ে হলে তাকে বিয়ে দেবার দায় থেকে মুক্তি ও তাকে বড় করার পরে সে অন্যের ঘরের বউ হয়ে চলে যাবে (মেয়ে পরায়া ধন) ইত্যাদি নানা ব্যক্তিগত ধারণার বশবর্তী হয়েই নিম্ন শিক্ষা বা রুচির মা বাবা এই ধরণের বৈষাম্যবাদী গর্ভপাত ও ভ্রুণহত্যা ইত্যাদি করে থাকেন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:৩৬, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

লিঙ্গ নির্ধারণী বললে লিঙ্গ নির্ধারক মনে হলে গোলমাল। সেক্ষেত্রে লিঙ্গ নির্ধারিত বললে আমি তানভিরের সঙ্গে একমত। তবে সিলেক্টিভ বা ডিস্ক্রিমিনাটরি বলতে গেলে লিঙ্গবিভেদকারী বা লিঙ্গ-বৈষাম্যকারী বলা যেতে পারে বলে আমার মনে হয়। যেহেতু বর্তমান এক্ষেত্রে বা ভবিষ্যত কোন লিঙ্গই আমরা নিয়ন্ত্রণ করছি না "লিঙ্গ নিয়ন্ত্রণী" -র সঙ্গে আমি একমত নই। লিঙ্গ নিয়ন্ত্রণী নিষেক সম্ভব গর্ভপাত নয়--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০০:৪১, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

সবচেয়ে লাগসই হবে "লিঙ্গ-শিকারী গর্ভপাত" কেননা একটি বিশেষ লিঙ্গ ধ্বংস (টার্গেট) করাই এর লক্ষ্য। "লিঙ্গ-বিভেদক গর্ভপাত"-ও চলে, কেননা এ ধরণের গর্ভপাত বৈষম্যমূলক। তবে সার্বিক বিবেচনায় "লিঙ্গভিত্তিক গর্ভপাত"-ই বেশী আকর্ষণীয়, ইংরেজীর শব্দবন্ধটির মূলানুগ। ব্যাখ্যা বাহুল্য মাত্র। -- Faizul Latif Chowdhury (talk) ০১:৫৯, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
লিঙ্গভিত্তিক গর্ভপাত-এর সাথে একমত। এই শিরোনাম ঠিক আছে, তাছাড়া এর প্রচলনও লক্ষ্য করা যাচ্ছে। এখানেএখানে। যদিও ব্লগসাইট; তারপরেও প্রচলনটা লক্ষ্য করার মতো। — তানভির আলাপ অবদান ০৩:২২, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
সচল ব্লগ, সামহ ব্লগ, মুক্তমনা এ ব্লগ গুলোতে একে আবার "লিঙ্গনির্দিষ্ট গর্ভপাত" নামে ডাকা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৫, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মতে "লিঙ্গভিত্তিক গর্ভপাত" বেশি appropriate। এটা শুনতেও ভালো। — তানভির আলাপ অবদান ০৪:৫২, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
"লিঙ্গভিত্তিক গর্ভপাত" ভালোই শোনাচ্ছে--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:০৭, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
চারজনের মধ্যে তিনজন মতামত প্রদানকারী "লিঙ্গভিত্তিক গর্ভপাত"-এর ব্যাপারে তাঁদের মত প্রকাশ করেছেন। কারো আপত্তি না থাকলে আমি নিবন্ধটি "লিঙ্গভিত্তিক গর্ভপাত"-এ সরিয়ে নিতে চাই। — তানভির আলাপ অবদান ১৯:৪৫, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]