আলাপ:যশোর জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাংবাদিক মোস্তফা ফিরোজকে প্রতিদিনই টেলিভিশনে দেখা যায় বলে কী তিনি বিখ্যাত ব্যক্তি হবেন? Munirhasan ১৬:১৩, ৩ মার্চ ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

স্থিতিশীল সংস্করণ সম্পর্কে[সম্পাদনা]

এই পাতাটি কেন অসীম সময়ের জন্য পর্যালোচনার প্রয়োজন? পাল্টা-গঠনমূলক সম্পাদনা যুদ্ধ তো সাময়িক সময়ের জন্য এবং তা শেষ হয়েছে। তাই রিভিউ অনুমতি তুলে দেয়া হোক। Ibrahim Husain Meraj (আলাপ) ১৩:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ইতিহাস[সম্পাদনা]

"যশোর একটি অতি প্রাচীন জনপদ। প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে মিশরীয়রা ভৈরব নদের তীরে এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে।"

এই কথাটার ভিত্তি কি ? (আলাপ)

যশোর জেলার ইতিহাসে এই বাক্য বা কথাটি লেখা রয়েছে তবে কোনো উপযুক্ত তথ্যসূত্র নেই। গুরত্ব পূর্ন অংশ হিসাবে যুক্ত এই বাক্যের তথ্যসূত্র প্রয়োজন। কারন এই বাক্যটি উল্লখ করছে যে যশোহর জনপদ বা শহরটি প্রায় তিন হাজার বছর পূর্বে বা দের হাজার খ্রীষ্ট পূর্বাব্দে গড়ে উঠেছে। ফলে এত গুরুত্ব পূর্ন তথ্যে তথ্যসূত্র প্রয়োজন নতুবা তা অপসারন করা হোক।খাঁ শুভেন্দু (আলাপ) ০৯:৪০, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
উক্ত লাইনটি বাদ দেয়া হয়েছে। --আফতাব (আলাপ) ১৪:৫৯, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]