আলাপ:মৌসুমি বায়ু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

বানানটি কি মৌসুমী হবে না? মৌসুম+ঈ ? সবসময় আমি সর্বত্র মৌসুমী বানানটিই দেখেছি, ব্যকরণগতভাবেও এটাই সম্ভবত ঠিক। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪০, ২৮ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আকাদেমি বিদ্যার্থী বানান অভিধানে (২০০৯ সংস্করণ) যা লেখা আছে তুলে দিই – “মৌসুমি (মৌসম + ই) বিন – ১ বর্ষাকালীন বারিবর্ষী [মৌসুমি বায়ু]। ২ ঋতুসংক্রান্ত, মরশুমি [তরমুজ মৌসুমি ফসল]। বি মৌসম”। আনন্দবাজার পত্রিকার “ব্যবহার বিধি” বলছে মৌসুমি লিখবেন কিন্তু মৌসুমী লিখবেন না। (বাংলা কি লিখবেন কেন লিখবেন: আনন্দবাজার পত্রিকা ব্যবহার বিধি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পৃ. ১৬৭)।

১৯৩৭ সালের জ্ঞানেন্দ্রমোহনের অভিধানে (যেটি ১৯৩৬ সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার অনুযায়ী লেখা) মৌসুমি ও মৌসুমী দুটি শব্দই পাশাপাশি লেখা আছে। অর্থাৎ দুটি শব্দই দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় চলে আসছে। তাই আমার মতে কোনোটিই ভুল নয়। এখন তো পাঠ্যপুস্তক আর সংবাদপত্রে যেভাবে মৌসুমি বানানটি ব্যবহৃত হয়, তাতে মৌসুমী বানানটি সেকেলে বলে মনে হয়। যাই হোক, দুই বানানই উইকিতে রাখা হয়েছে। --অর্ণব দত্ত ০৭:৩৯, ২৮ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

এই নিবন্ধ কপিরাইট লঙ্ঘন করেছে[সম্পাদনা]

বাংলাপিডিয়ার নিবন্ধনের সাথে মিলে যায় ইফতেখার নাইম (আলাপ) ০৪:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি একজন প্রশাসক কপি করে তৈরি করেছেন, আবার আপনার ট্যাগ যোগ কোনো কারণ না দেখিয়ে আরেকজন প্রশাসক রোলব্যাক করেছেন। তিনি অবশ্য পুনর্লিখনের চেষ্টা করেছেন কিন্তু কপিকৃত নিবন্ধের ক্ষেত্রে নিয়ম হল অপসারণ করে নতুন করে নিবন্ধ লেখা। যাহোক অপসারণ যেহেতু হবে না, তাই আমিও কিছু পরিষ্করণ করলাম — Ahmad ১৬:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]