আলাপ:মা দিবস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নামকরণ[সম্পাদনা]

মাতৃদিবস নাম শুনিনি জীবনে। সব জায়গায় মা দিবস ব্যবহৃত হতে দেখেছি। -- মুহাম্মদ (আলাপ) ২২:৫৩, ১৪ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

চমকপ্রদ তথ্য উপস্থাপনায় আপনাকে অভিনন্দন। বোধকরি লেখক পিতৃ দিবস অনুসরণে মাতৃদিবস রেখেছেন। মাতৃ-ই মা; মা-ই মাতৃ। তবে সার্চ ইঞ্জিন কিংবা জনপ্রিয়তার দিক থেকে মা দিবসই এ নিবন্ধের শিরোনাম হওয়া উচিত। এছাড়া, মা ডাকটি কিন্তু ভীষণ ভীষণ মধুর। সুতরাং, নিবন্ধের প্রধান শিরোনাম মা দিবস রাখাই বাঞ্ছনীয়। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৪:৩৯, ১৫ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
পিতৃ দিবস রাখাও ঠিক না। কারণ সবখানে বাবা দিবস ব্যবহৃত হয়। -- মুহাম্মদ (আলাপ) ১৮:০৬, ১৫ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
যুক্তি ও ঐকমত্য অনুসারে নিবন্ধের নাম ‘মাতৃ দিবস’ থেকে ‘মা দিবস’ ও ‘পিতৃ দিবস’ থেকে ‘বাবা দিবস’ করা হয়েছে। — তানভিরআলাপ১০:০৩, ১৬ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]