আলাপ:মারাঠি ভাষা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

পঞ্জাবি/পাঞ্জাবি ভাষার নিবন্ধেও আমি যা বলেছি, সেটা এখানেও বলছি। যদিও মরাঠি ভাষায় ভাষার নামের বানান "ম-রা-ঠী", ভাষাটার বাংলা নাম "মা-রা-ঠি" না? বাংলা একাডেমীর সংক্ষিপ্ত বাংলা অভিধানে এবং Samsad Bengali-English Online Dictionary-তে তাই দেখছি। --সামীরুদ্দৌলা ২২:৩২, ১৬ অক্টোবর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি সামীরের সাথে একমত। আমার কাছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান অভিধান আছে এবং সেখানে "মারাঠি" শুদ্ধ বানান দেখানো হয়েছে, "মরাঠি" নয়। আরও সঠিকভাবে বলতে গেলে মরাঠি-র ওপর কোন এন্ট্রি-ই নেই। এছাড়াও মরাঠা-র পরিবর্তে মারাঠা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। ঢাকার বাংলা একাডেমীর বানান অভিধানেও "মারাঠি"-কে শুদ্ধ বানান দেখানো হয়েছে। যেহেতু দুই বাংলার বাংলা একাডেমীই এ ব্যাপারে একমত, আর কোন দ্বিধা থাকার কথা না। --অর্ণব (আলাপ | অবদান) ২২:৪৭, ১৬ অক্টোবর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

এখানেও আমারই ভুল হয়েছিল। আমি ভুল করে আনন্দবাজারের রীতি অনুসরণ করে ফেলি। ক্ষমা চাইছি। পশ্চিমবঙ্গের প্রমিত বাংলা 'মারাঠি' বানানটিই শুদ্ধ। --অর্ণব দত্ত ০৮:৪৪, ১৭ অক্টোবর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]