আলাপ:মাদাম তুসো জাদুঘর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবি প্রতিস্থাপন ও বিভ্রান্তি[সম্পাদনা]

নিবন্ধে যে-কোন সম্পাদনাতেই স্বাগতঃ জানানো উচিত। প্রথমে - লিবিয়ার একনায়ক রাষ্ট্রনেতা গাদ্দাফি [(আপলোড লগ); ১৫:৫৮ . . BdEdit (আলোচনা | অবদান)‎ "চিত্র:Gaddafi.jpg" আপলোড করা হয়েছে। ({{Information |Description = লণ্ডনের মাদাম তুসো জাদুঘরে গাদ্দাফির মোমমূর্তির ফটো |Source = I created this work entirely by myself. |Date = �)] এবং পরবর্তীতে [(আপলোড লগ); ১৬:১৩ . . BdEdit (আলোচনা | অবদান)‎ "চিত্র:Hawkin-Saquib-2008.jpg" আপলোড করা হয়েছে। ({{Information |Description = মাদাম তুসো জাদুঘরে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মোমমূর্তির পাশে বাংলাদেশের তরুণ পর্�)] করেছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। কিন্তু প্রথম চিত্রটি (প্রয়াত গাদ্দাফি) সম্পর্কে কয়েকটি বক্তব্য তুলে ধরছি। সেদিকে দৃষ্টি নিবদ্ধের জন্য সংশ্লিষ্ট(দেরকে) আমন্ত্রণ জানাচ্ছি।

  • গাদ্দাফি চিত্রটির পরিবর্তে এসেছে ইয়াসির আরাফাতের চিত্রকর্ম।
  • উইকি কমন্সের মাদাম তুসো'র ক্যাটাগরীতে গাদ্দাফি বা আরাফাতের চিত্র নেই। ইংরেজি উইকিতেও নেই।
  • ইচ্ছে করলেই আমরা অর্থাৎ আপনি, আমি - সকলের প্রয়াসে উইকি বাংলাকে সমৃদ্ধ করতে পারি। কিন্তু বিভ্রান্তিকর চিত্র আপলোড করে কি আমরা নিজেদেরকেই বিভ্রান্ত করছি না! কিংবা একজন প্রযুক্তি সচেতন ব্যক্তি হিসেবে কি তাড়াহুড়ো করে ভুল চিত্র আপলোড করা উচিত?

সুতরাং, চিত্রের নাম পরিবর্তন করা প্রয়োজন ও মাদাম তুসো জাদুঘর নিবন্ধ থেকে অপসারণ করা প্রয়োজন। আশা করছি, আমরা প্রত্যেকেই সচেতন হবো এ বিষয়সহ অন্যান্য বিষয়াদিতে।

দ্রষ্টব্যঃ ম্যারি তুসো'র পূর্ণ নাম আন্না মারিয়া তুসো। পরবর্তীতে তিনি মাদাম তুসো নাম ধারণ করেন ও প্রতিষ্ঠা করেন মাদাম তুসো জাদুঘর- সুব্রত রায় (আলাপ) ১৭:৩৩, ২৪ অক্টোবর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]