আলাপ:মহেন্দ্র সিং ধোনি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেস্ট ক্রিকেট[সম্পাদনা]

আজ মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন।এটা হালনাগাদ করতে প্রশাসকদের অনুরোধ করব।---203.223.95.240 (আলাপ) ১০:৫০, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে। - Suvray ১৯:২২, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)

তথ্যছক[সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

প্রশ্নঃ তথ্যছকে নতুন কলাম যোগ করার পরে সম্পাদনা প্রকাশিত হচ্ছে না। কী করতে পারি? কৌশিক বিশ্বাস (আলাপ) ০৯:৩৪, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি) উত্তরঃ আপনি যে তথ্যগুলো যোগ করেছেন সেগুলো টেস্ট না একদিনের নাকি টি২০ তথ্য? সেটা জানান নি। আপনি তথ্যছকটা ভালো করে খেয়াল করেন, দেখবেন | column1 = [[টেস্ট ক্রিকেট|টেস্ট]], তার অনেক নিচে | column2 = [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|ওডিআই]] এমন পাবেন। আরো আছে . . . . এখন আপনার তথ্যগুলো যে ধরনের সেই ধরনের স্লটে বসিয়ে দিন। তথ্যছকে কিছু যোগ করবার দরকার আপনার নেই, আপনি শুধু তথ্য যোগ করে দিন। তাহলেই হবে। আশা করি বুঝতে পরেছেন।  কুউ  পুলক  ১০:০২, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ২ জুন ২০২১[সম্পাদনা]

2409:4066:18C:E361:0:0:109C:58A5 (আলাপ) ১৪:৫২, ২ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি -- অসম্পূর্ণ অনুরোধ —শাকিল হোসেন আলাপ ১৪:৫৮, ২ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]