আলাপ:মলয় রায়চৌধুরী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী (মূল্যায়ন - মান প্রাথমিক, গুরুত্ব মধ্য)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 প্রাথমিক  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রাথমিক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 মধ্য  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী মধ্য-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

হাংরি আন্দোলন[সম্পাদনা]

Hungry generation এর এই জগাখিচুড়ি বাংলাটি কি পত্রপত্রিকা/বইয়ে প্রচলিত? বাংলাতে এই সাংস্কৃতিক আন্দোলনটির নাম কী দেয়া হয়েছে? --রাগিব (আলাপ | অবদান) ১০:১৩, ১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুনর্লিখন[সম্পাদনা]

নিবন্ধটির ৪ এবং ৫ নং অনুচ্ছেদগুলো ব্যক্তিগত মতামত প্রকাশ পেয়েছে। বিশ্বকোষে কেবল fact প্রকাশ করাই যথেষ্ট। মলয় রায় চৌধুরীর লেখনী সম্পর্কে ৪ ও ৫ নং অনুচ্ছেদে উল্লেখ করা বিশ্লেষণের রেফারেন্স দিতে হবে, নতুবা এগুলো জীবনী নিবন্ধ থেকে বাদ দিতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৫৩, ২ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে মলয় রায়চৌধুরীর ফোটো আছে । তুলে দিয়ে দিন । তাহলে তো ল্যাঠা চুকে যায় :

— 117.194.225.169 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

না,"ল্যাঠা চুকে যায়" না
উইকিপিডিয়া কোনো ব্লগ সাইট নয় যে ইচ্ছা মত ইন্টারনেট থেকে ছবি দেয়া চলবে। ঐ সব ছবির মূল কপিরাইট যার, তিনি জিএফডিএল বা ক্রিয়েটিভ কমন্সের অধীনে দিলে তবেই এখানে ছবি দেয়া যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৩২, ১৭ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধের বেশ কিছু জায়গায় অবান্তরভাবে বোল্ড করে নাম লেখার প্রয়াস লক্ষণীয়, যা আমার মতে ঠিক নয়। আলোচ্য ব্যক্তির নাম ছাড়া অন্যান্য সংগঠন, ব্যক্তি, টার্ম ইত্যাদির নামের ক্ষেত্রে ইটালিক করে লেখার নিয়ম। বোল্ড তাই সেসব ক্ষেত্রে পরিত্যাজ্য। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:২৮, ৯ অক্টোবর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]