আলাপ:মধ্যমাঠের খেলোয়াড়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মধ্যভাগের খেলোয়াড় / মধ্যমাঠের খেলোয়াড়[সম্পাদনা]

@Waraka Saki: আমি এ পর্যন্ত কোথাও "মধ্যভাগের খেলোয়াড়" শুনিনি বা পড়িনি। আমি প্রায় শতভাগ নিশ্চিত এটা "মধ্যমাঠের খেলোয়াড়"। রক্ষণভাগের খেলোয়াড়, আক্রমণভাগের খেলোয়াড়, কিন্তু মধ্যমাঠের খেলোয়াড়, মধ্যভাগের নয়। আমি মধ্যমাঠের খেলোয়াড়ে পরিবর্তন করে দিই? --অর্ণব (আলাপ | অবদান) ০২:৩৩, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমি মাত্র দেখলাম আপনি কিছুদিন আগে আক্রমণভাগ আর রক্ষণভাগের সাথে মিল রাখার যুক্তি দিয়ে মধ্যভাগের খেলোয়াড়ে স্থানান্তর করেছেন। কিন্তু বাংলাতে তো এভাবে বলা হয় না। Midfielder-এর বাংলা চিরাচরিতভাবে "মধ্যমাঠ" করা হয়েছে। আমি জীবনে কখনও "মধ্যভাগ" ব্যবহার হতে শুনিনি। আমরা তো জোর করে শব্দ বানাতে পারি না। আমি আবার মধ্যমাঠের খেলোয়াড়-এ ফেরত নিয়ে যাচ্ছি। তবে আলোচনা করতে পারেন। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৬, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনেকসময় চলতি বাংলায় "মাঝমাঠের খেলোয়াড়"-ও বলা হয়। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৯, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Zaheen: মূলত আমি যে কারণে মধ্যভাগের খেলোয়াড়-এ স্থানান্তর করেছিলাম, তা আপনি উপরে উল্লেখ করেছেন। যদি আপনি শতভাগ নিশ্চিত থাকেন যে, এই নিবন্ধের নাম মধ্যমাঠের খেলোয়াড় থাকা উচিত তবে তা-ই থাকুক, এতে আমার কোন সমস্যা নেই। আরেকটি বিষয়, চলুন আমরা দুজনে মিলে Glossary of association football terms হতে সকল পদ বাংলা উইকিপিডিয়ায় ফুটবল পরিভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি, যেন পরবর্তীতে আর এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয়। – Waraka Saki (আলাপ) ০৭:১৬, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Waraka Saki: খুবই ভাল উদ্যোগ। চলুন শুরু করি। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৫৭, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: আপনাকে ধন্যবাদ। – Waraka Saki (আলাপ) ১৪:৩৩, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]