আলাপ:ভ্যাম্পায়ার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জঘন্য, হাস্যকর আর অসংলগ্ন। বাক্যগঠন আর শব্ধচয়ন এতই অপরিপক্ক যে অধিকাংশ বাক্যের কোনো অর্থ হয় না। তার উপরে দ্বিতীয় প্যারা থেকে শুরু করে লেখক কোনো এক কারণে রিয়ালিটি আর ফিকসন এর পার্থক্যের কথা বেমালুম ভুলে যান। যার ফলে আমরা এইরকম কিছু চমত্কার উদ্ধৃতিযোগ্য বাক্য দেখতে পারি- "কবরে গরম পানি ঢেলে দেওয়া যা পুরো দেহকে পুড়িয়েও ভ্যাম্পায়ার তাড়ানো যায়। বলকানে পানিতে চুবিয়ে বা গুলি করেও ভ্যাম্পায়ার মারা যায়। তবে এক্সোরসিজমে পবিত্র পানি ছিটিয়ে ভ্যাম্পায়ার হত্যা করা যায়"। অথবা "অনেক পরিবর্ধিত ধর্মীয় উপাসনার পদ্ধতিতে ভ্যাম্পায়ারকে খুঁজ়ে বের করে যায়। এজন্য প্রথমে একটা কুমার বালককে কবরের উঠানে নিয়ে আসতে হবে অথবা একটি ঘোড়াকে। সাধারণত কালো ঘোড়া দরকার হয় আর আলবেনিয়াতে সাদা ঘোড়া দরকার হয়"।

এইরকম নিম্নমানের হাস্যকর নিবন্ধের উপস্থিতি শুধুমাত্র বাংলা উইকি এর বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের সম্মুখীন করবে। এইজন্য আমার মতে নিবন্ধটি ডিলিট করে দেয়া উচিত। ভবিষ্যতে কেউ এই বিষয়ের উপরে লিখতে চাইলে আশা করব English Wikipedia এর উদাহরণ অনুসরণ করবেন। আমার মতে এইরকম পাশ্চাত্যবিষয়ক নিবন্ধে সরাসরি সংশ্লিষ্ট ইংলিশ নিবন্ধের অনুবাদ সম্ভবত সবচেয়ে ভালো উপায়।--65.49.14.157 (আলাপ) ০৩:১৬, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]