আলাপ:ভারতের কমিউনিস্ট পার্টি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ নামটা কোথায় প্রচলিত? বাংলা খবরের কাগজে বা পত্রপত্রিকায় হয় 'ভারতীয় কমিউনিস্ট পার্টি' না হয় 'সি পি আই' লেখা হয়। এ নাম দেওয়াল লিখনেও দেখা যায় না।--GDibyendu ১৯:১৯, ১৬ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি অতটা খেয়াল করিনি। তবে সিপিএম-এর বেলা ভারতের লেখা হয়। এই ছবিটিতে যা দেখছি সেই জন্যই মনে হল, সিপিআই-ও তবে ভারতের হবে। একটু ভেরিফাই করে নিতে হবে। ভুল হলে পুরনো নামে ফিরে আসা যায়।--অর্ণব দত্ত ১৯:৩২, ১৬ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
একটা কথা, খবরের কাগজে বা দেওয়াল লিখনের লেখা অনেক সময়ই ভুল বানানে হয়ে থাকে। দেখে নিতে হবে পার্টির প্রকাশনাতে কোন বানানটি ব্যবহার করা হয়। এই ব্যাপারটি আমার জানা নেই। যদি আপনার জানা থাকে, তবে এই ব্যাপারে আমাকে অবহিত করলে বিশেষ উপকৃত হব। --অর্ণব দত্ত ১৯:৪০, ১৬ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার দেওয়া ছবিতে তো লিখেছে 'ভারতের', গণশক্তিও লিখছে তাই। দেশ, আনন্দবাজার সিপিআই, সিপিএমই লেখে আজকাল, পুরো নাম আর দেখতে পেলাম না। 'ভারতের'ই থাকুক, তবে এই সংক্ষিপ্ত নামগুলো প্রবন্ধে যোগ করে দিলে লোকের ম্যাপ করতে সুবিধে হবে মনে হয়।--GDibyendu ২০:৩৫, ১৬ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
সংক্ষিপ্ত নামগুলি দিয়ে মূল প্রবন্ধটি রিডায়ারেক্ট করে দিলেই হয়। তাতে কেউ সংক্ষিপ্ত নামটা টাইপ করলে মূল নিবন্ধে এসে উপস্থিত হবেন। মূল নিবন্ধেও নামগুলো সম্পূর্ণ নামের পাশে ব্র্যাকেটে রাখা যায়। --অর্ণব দত্ত ২০:৫৫, ১৬ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]