আলাপ:বেজিয়ে বক্ররেখা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কষ্ট করে Application প্যারাটা অনুবাদ শেষ করলাম আর দেখি পাতাটা রিডাইরেক্ট হয়ে গেছে। আধাঘন্টা বরবাদ হল। :( ।--μακσυδআলাপ ১৭:২৩, ৩০ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে উইকিতে বোঝার উপায় নেই কোন্‌ মুহূর্তে কে কখন অফলাইনে কাজ করছে। নিবন্ধ লকিং-এর কোন ব্যবস্থা নেই। এ ধরনের দুর্ঘটনা আমারও আগে বেশ কয়েকবার হয়েছে। আপনি এখন থেকে অফলাইনে যদি তুলনামূলকভাবে বড় কোন অনুবাদের কাজ হাতে নেন, তবে নোট প্যাড বা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করুন ও সেভ করে রাখুন। আর ব্রাউজারের ব্যাক বাটন দিলে অনেক সময় লেখা ফেরত আসে। দেখুন পান কি না। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩২, ৩০ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

একদিক থেকে ভালই হল। অভিজ্ঞতা হল। ব্রাউজার থেকে আগেই ট্রাই করেছিলাম, হয়নি। যাক ব্যাপার না। :D --μακσυδআলাপ ১৭:৩৫, ৩০ আগস্ট ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]